ঢাকা শুক্রবার, ৩১ অক্টোবর ২০২৫

Motobad news

মঠবাড়িয়ায় পৌর শহরকে মাদক ও কিশোরগ্যাং মুক্ত করতে মতবিনিময় সভা

 মঠবাড়িয়ায় পৌর শহরকে মাদক ও কিশোরগ্যাং মুক্ত করতে মতবিনিময় সভা
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

পিরোজপুরের মঠবাড়িয়া পৌর শহরকে মাদক ও কিশোরগ্যাং মুক্ত করতে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন, সরকারি হিসাব সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি পিরোজপুর-৩ (মঠবাড়িয়া) আসনের সংসদ সদস্য ডাঃ মো. রুস্তম আলী ফরাজি। 

সোমবার (১৯ ডিসেম্বর) সকালে পৌরসভার সভাকক্ষে মঠবাড়িয়া পৌর কর্তৃপক্ষের সাথে মতবিনিময় সভায় বক্তারা এ অভিমত ব্যাক্ত করেন।

সভায় পৌর প্রশাসক ও উপজেলা আ’লীগ সাধারণ সম্পাদক মো. আজিজুল হক সেলিম মাতুব্বর এর সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন, অবসরপ্রাপ্ত শিক্ষিকা খাদিজা বেগম খুশবু, মঠবাড়িয়া থানার ওসি মো. কামরুজ্জামান তালুকদার, পৌর নির্বাহী কর্মকর্তা মো. হারুণ অর রশিদ, সাবেক কমান্ডার মো. বাচ্চু আকন, প্রেসক্লাব সভাপতি মিজানুর রহমান মিজু, উপজেলা জাতীয় পার্টির সভাপতি নূরুজ্জামান লিটন, আ’লীগ সাংগঠনিক সম্পাদক ও  ইউপি চেয়ারম্যান রফিকুল ইসলাম রিপন, প্রচার সম্পাদক ফজলুল হক মনি, শিক্ষক মো. নাসির হোসেন, সাবেক কাউন্সিলর হারুন অর রশিদ প্রমূখ।

প্রধান অতিথি সংসদ সদস্য ডাঃ মো. রুস্তম আলী ফরাজি বলেন, ডিজিটাল বাংলার রূপকার মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে বাংলাদেশ দূর্বার গতিতে এগিয়ে চলছে। প্রধানমন্ত্রী আমাকে বিশ্বাস করেন-গুরুপ্তও দেন। আমি প্রধানমন্ত্রীর কাছে উন্নয়নের দাবী নিয়ে যা চেয়েছি তিনি তাই দিয়েছেন। আমার হাত ধরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ১’শ শয্যা বিশিষ্ট হয়েছে। শীঘ্রই নতুন ভবনের কাজ শুরু হবে। পৌর শহরে ড্রেন নির্মাণ, পানিপ্লান্ট নির্মাণ, সরকারি অধিকাংশ সরকারি নতুন ভবন নির্মাণ ও আধুনিকায়নসহ যোগাযোগ ব্যবস্থা আধুনিয়ন করতে সক্ষম হয়েছি। শতাধিক উন্নয়ন মূলক কাজ চলমান রয়েছে। 

সভায় তিনি পৌরসভার পানির বিল সহনশীল করতে পৌর প্রশাসককে নির্দেশ দেন। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে পুণঃরায় প্রধানমন্ত্রীর চেয়ারে বসাতে সকলকে এক হয়ে কাজ কারার আহ্বাবন জানান।


এইচকেআর
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন