ঢাকা শুক্রবার, ৩১ অক্টোবর ২০২৫

Motobad news

মঠবাড়িয়ায় আধুনিক একাডেমিক স্কুল ভবন উদ্বোধন 

মঠবাড়িয়ায় আধুনিক একাডেমিক স্কুল ভবন উদ্বোধন 
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার হলতা গুলিশাখালী ইউনিয়নে “দক্ষিণ গুলিশাখালী মমিন স্মৃতি মাধ্যমিক বিদ্যালয়ের একাডেমিক ভবন উদ্বোধন করা হয়েছে। 

সরকারি হিসাব সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি ও পিরোজপুর-৩ (মঠবাড়িয়া) আসনের সংসদ সদস্য ডাঃ মো. রুস্তুম আলী ফরাজি প্রধান অতিথি হিসেবে মঙ্গলবার (২০ ডিসেম্বর) সকালে দৃষ্টি নন্দন এ ভবনটির শুভ উদ্বোধন করেন।

এসময় উপস্থিত ছিলেন, বীর মুক্তিযোদ্ধা মোশরফ হোসেন, প্রভাষক মোতালেব হোসেন, ইউনিয়ন আ‘লীগ সভাপতি রফিকুল ইসলাম বাদল, বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি ইঞ্জিনিয়ার আহম্মেদ রিপন, অবসরপ্রাপ্ত শিক্ষক এম.এ হক, মো. শাহাবুদ্দিন মজনু ফরাজি, এমপির জন সংযোগ কর্মকর্তা আলি রেজা রঞ্জু, উপজেলা যুব সংহতির সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম টুকুসহ স্থানীয় বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক ব্যাক্তিবর্গ।

জানা গেছে, শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের আওতায় কার্যাদেশ পাবার পর মেসার্স তনয় এন্টারপ্রাইজ ১ কোটি ৮ লাখ টাকা ব্যায়ে উর্দ্ধমূখী সম্প্রসারণ ৩ তলা বিশিষ্ট আধুনিক দৃষ্টি নন্দন একাডেমিক এ স্কুল ভবনটির সম্প্রতিনির্মাণ কাজ সম্পন্ন করেন।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক সঞ্জয় কুমার বলেন, আধুনিক দৃষ্টি নন্দন এ স্কুল ভবনটি নির্মাণের ফলে কক্ষ সংকটের সমাধান হলো। শিক্ষার্থীরাও এখন অনেক স্বাচ্ছন্দে ক্লাস করতে পারবে। এ ভবনটি নির্মাণ হওয়ায় এলকার সুনামও বৃদ্ধি পেয়েছে। তিনি স্থানীয় সংসদ সদস্য ডাঃ মো. রুস্তুম আলী ফরাজি ও মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানান।


এইচকেআর
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন