কাউখালীতে বিএনপির বিক্ষোভ সমাবেশ ও আলোচনা সভা


বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এর মহাসচিব মির্জা ফকরুল ইসলাম আলমগীর, বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহম্মেদ, ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক হাফিজুর রহমান সোহান, কাউখালী উপজেলা যুবদলের সদস্য সচিব শরিফুল আজম সোহেল সহ সকল কারাবন্দীদের বিরুদ্ধে দায়ের করা সকল মিথ্যা মামলা প্রত্যাহার ও নিঃশর্ত মুক্তির দাবীতে সোমবার সন্ধ্যায় উত্তর বাজার দলীয় কার্যালয়ে এক বিক্ষোভ সমাবেশ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা বিএনপির আহবায়ক এস,এম আহসান কবীর এর সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সদস্য সচিব এইচ.এম দ্বীন মোহাম্মদ, যুগ্ম আহবায়ক মনিরুজ্জামান মিয়া, বদরুদ্দোজা মিয়া, গিয়াস উদ্দিন অলি, রফিকুল ইসলাম, যুবদলের আহবায়ক আসাদুজ্জামান মামুন, সাবেক যুবদল নেতা জামাল হোসেন প্রমূখ।
বক্তারা অনতি বিলম্বে দেশের সকল কারাগরে কারাবন্দী বিএনপির সকল নেতা কর্মীদের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারসহ নিঃশর্ত মুক্তির দাবী জানান।
 
এইচকেআর

 
                 
                                 
                                             
                                 
                                 
                                 
                                 
                                 
                                 
                                 
                                 
                                 
                                 
                                     
                                     
                                    