পিরোজপুরে বিজয় দিবস উপলক্ষে আলোচনা সভা


পিরোজপুরে জেলা তথ্য অফিসের আয়োজনে মহান বিজয় দিবস ২০২২ উদযাপন উপলক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়।
মঙ্গলবার সকাল সকালে সদর উপজেলা পরিষদের শহীদ ওমর ফারুক স্মৃতি মিলনায়তনে জেলা তথ্য অফিসের পিরোজপুরের উপ-পরিচালক মো. শাহ আলম এর সভাপতিত্বে অনুষ্ঠিত এ আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক মো. জাহেদুর রহমান।
বিশেষ অতিথি হিসেবে আলোচনায় অংশ নেন পুলিশ সুপার মোহাম্মদ সাঈদুর রহমান, সাংবাদিক গৌতম চৌধুরী, মহিলা বিষয়ক অধিতপ্তরের পিরোজপুরের উপ-পরিচালক মো. আলতাফ হোসেন। এ আলোচনা সভায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি ও পেশার মানুষ উপস্থিত ছিলেন।
এএজে

 
                 
                                 
                                             
                                 
                                 
                                 
                                 
                                 
                                 
                                 
                                 
                                 
                                 
                                     
                                     
                                    