ঢাকা বুধবার, ২৭ অগাস্ট ২০২৫

Motobad news

মঠবাড়িয়ায় নিখোজ গৃহবধুর গলাকাটা লাশ উদ্ধার

মঠবাড়িয়ায় নিখোজ গৃহবধুর গলাকাটা লাশ উদ্ধার
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

পিরোজপুরের মঠবাড়িয়ায় তন্নী আক্তার (২৪) নামে এক গৃহবধুর গলা কাটা লাশ পরিত্যক্ত সুপারি বাগান থেকে উদ্ধার করেছে মঠবাড়িয়া থানা পুলিশ। তন্নী মঠবাড়িয়া উপজেলার ১১ নং ইউনিয়নের ৬ নং ওয়ার্ড উত্তর বড়মাছুয়া গ্রামের আব্দুর রাজ্জাক আকনের মেয়ে।

পারিবারিক সূত্রে জানা যায়, ওই তরুনীর গত তিন বছর পূর্বে বানারীপাড়ার তৌহিদ নামের এক যুবকের সাথে বিয়ে হয়। নিঃসন্তান স্বামী তৌহিদ ও তন্নী উভয়ই সাদাসীদে হওয়ার কারণে তন্নীর বাবা তাদের নিজ বসত বাড়িতে রেখে দেয়। তন্নীর স্বামী তৌহিদ মংলা বন্দর জাহাজে চাকরি করে। গত বুধবার বিকেলে তন্নী নিখোঁজ হয়। এরপর তার স্বজনরা আত্মীয়-স্বজনসহ বিভিন্ন স্থানে খোঁজাখুজি করে তন্নীর কোন সন্ধান পায়নি। 

বৃহস্পতিবার সন্ধ্যায় (২২ ডিসেম্বর) স্থানীয় সাঈদ মিয়ার স্ত্রী মিনারা ও কামাল আকনের স্ত্রী বানেছা বেগম বাগানে সুপারি গাছের শুকনো পাতা (খোল) কুড়াতে গিয়ে তন্নীর মৃত্যু দেহ বাগানের নালার মধ্যে পড়ে থাকতে দেখে স্বজন ও প্রতিবেশীদের জানায়। পরে স্থানীয়রা থানা পুলিশকে খবর দিলে রাতে অতিরিক্ত পুলিশ সুপার মঠবাড়িয়া সার্কেল মোঃ ইব্রাহীম এর নেতৃত্বে থানা, ডিবি পুলিশ, পিবিআইসহ র‌্যাব ঘটনাস্থল পরিদর্শন করেন এবং ওই রাতেই লাশ উদ্ধার করে।

অতিরিক্ত পুলিশ সুপার মোঃ ইব্রাহিম বলেন, লাশের সুরাতহাল করা হয়েছে। এ ব্যাপারে আজ শুক্রবার সকালে অজ্ঞাত আসামী করে  হত্যা মামলা দায়ের করা হয়েছে। এ ঘটনায় জড়িতদের গ্রেফতারে পুলিশের চেষ্টা অব্যহত আছে। মঠবাড়িয়ায় বিএনপি-জামায়াত নৈরাজ্যের বিরুদ্ধে প্রতিবাদ সভা
 


এএজে
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন