ঢাকা মঙ্গলবার, ২৬ অগাস্ট ২০২৫

Motobad news
শিরোনাম
  • বরিশালে ১০০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক  রোহিঙ্গাদের নিজেদের বাড়ি ফেরাতে বাংলাদেশের পাশে থাকবে যুক্তরাজ্যসহ ১১ দেশ ৩ দফা দাবিতে দুই ঘন্টা মহাসড়ক অবরোধ ববি শিক্ষার্থীদের ববি ছাত্রলীগ নেতার মোটরসাইকেল পুড়িয়ে দিল বিক্ষুব্ধ ছাত্ররা দেশ নির্বাচনের জন্য প্রস্তুত: প্রধান উপদেষ্টা বরিশাল নার্সিং কলেজের শিক্ষার্থীদের ক্লাস বর্জন কুয়াকাটায় আবাসিক হোটেল থেকে ৪টি স্মার্ট টিভি নিয়ে উধাও পর্যটক  সংসদ নির্বাচনে কালো টাকার ছড়াছড়ি হলে ব্যবস্থা নেবে দুদক সৌদিতে এক সপ্তাহে ২২ হাজারের বেশি প্রবাসী গ্রেপ্তার ভোলায় নদীভাঙন রোধে পদক্ষেপের দাবিতে পাউবো কার্যালয় ঘেরাও
  • সরফরাজের প্রত্যাবর্তনে উচ্ছসিত মুশফিক

    সরফরাজের প্রত্যাবর্তনে উচ্ছসিত মুশফিক
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    মুশফিকুর রহিম আর সরফরাজ আহমেদের দেশ ভিন্ন। তবে দলে তাদের ভূমিকা একই। উইকেটের পেছনে দায়িত্ব সামলানোর পাশাপাশি মিডল অর্ডারে ব্যাট হাতে জ্বলে উঠা। দল থেকে বাদ পড়ার দীর্ঘদিন পর রাজকীয় এক প্রত্যাবর্তন হয়েছে সরফরাজের। যা দেখে উচ্ছসিত মুশি।

    করাচিতে নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্ট ম্যাচ দিয়ে ফিরেছেন সরফরাজ। যা তার ক্যারিয়ারের ৫০তম টেস্ট ম্যাচ হলেও ঘরের মাঠে ছিল তার প্রথম সাদা পোশাকের ম্যাচ। সেই ম্যাচটা স্মরণীয় করেছেন দুই ম্যাচে অর্ধশত রান করে। পরের ম্যাচে খেলেছেন শতরানের একটি ইনিংস। তার এই ব্যাটিং দৃঢ়তায় মান বাঁচিয়ে ম্যাচটি ড্র করতে সমর্থ্য হন বাবর আজমরা।

    অথচ তিন বছর আগে অধিনায়কত্ব হারানোর পর দল থেকেও বাদ দেওয়া হয় তাকে। সরফরাজের মতোই একই বৃত্তে বন্দী এখন মুশফিকুর রহিম। টেস্ট ক্রিকেটে টাইগারদের জার্সিতে এখনও মুশি অন্যতম ভরসা। তবে রঙিন পোশাকের ক্রিকেটে তিনি যেন দলের কাঁটা হয়ে উঠছিলেন। ইতোমধ্যে টি-টোয়েন্টি থেকে নিয়েছেন অবসর। তবু ওয়ানডেতে এখনও তার ব্যাটিং নিয়ে সমালোচনা হয় সামজিক যোগাযোগ মাধ্যমে।

    সরফরাজের এমন প্রত্যাবর্তনের দিনে তাই উচ্ছাস প্রকাশের জন্য সামাজিক যোগাযোগ মাধ্যমকেই বেছে নিয়েছেন মুশফিক। নিজ টুইটারে হ্যান্ডেলে মুশফিক লেখেন,‘মাশাহ আল্লাহ। তোমাকে জাতীয় দলে ফিরতে এবং রান করতে দেখতে পেয়ে খুশি হলাম। এগিয়ে যাও।’

    সরফরাজের পাশে দাড়ানোয় মুশফিককে ধন্যবাদ জানিয়েছে পাকিস্তানের ক্রিকেট সমর্থকরা। মুশফিকের টুইট শেয়ার করে কৃতজ্ঞতাও জানাচ্ছে পাক ভক্তরা।

    সেরা খেলোয়াড়রা সবসময় কঠিন সময়ে অন্যদের সমর্থন করে। বিভিন্ন সময়ে সেটা দেখা যায় খেলোয়াড়দের মধ্যে। করাচিতে সরফরাজের সেঞ্চুরিতে প্রশংসায় মজেছেন পাকিস্তানে সাবেক ক্রিকেটার ওয়াসিম আকরাম থেকে শুরু করে ভারতের রবিচন্দ্রন অশ্বিন। এবার সরফরাজের প্রশংসায় মাতলেন বাংলাদেশের অভিজ্ঞ উইকেটরক্ষক ব্যাটার মুশফিকুর রহিম।


    এএজে
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ