ঢাকা মঙ্গলবার, ২৬ অগাস্ট ২০২৫

Motobad news
শিরোনাম
  • বরিশালে ১০০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক  রোহিঙ্গাদের নিজেদের বাড়ি ফেরাতে বাংলাদেশের পাশে থাকবে যুক্তরাজ্যসহ ১১ দেশ ৩ দফা দাবিতে দুই ঘন্টা মহাসড়ক অবরোধ ববি শিক্ষার্থীদের ববি ছাত্রলীগ নেতার মোটরসাইকেল পুড়িয়ে দিল বিক্ষুব্ধ ছাত্ররা দেশ নির্বাচনের জন্য প্রস্তুত: প্রধান উপদেষ্টা বরিশাল নার্সিং কলেজের শিক্ষার্থীদের ক্লাস বর্জন কুয়াকাটায় আবাসিক হোটেল থেকে ৪টি স্মার্ট টিভি নিয়ে উধাও পর্যটক  সংসদ নির্বাচনে কালো টাকার ছড়াছড়ি হলে ব্যবস্থা নেবে দুদক সৌদিতে এক সপ্তাহে ২২ হাজারের বেশি প্রবাসী গ্রেপ্তার ভোলায় নদীভাঙন রোধে পদক্ষেপের দাবিতে পাউবো কার্যালয় ঘেরাও
  • মাশরাফির সিলেটের পাঁচে-৫

    মাশরাফির সিলেটের পাঁচে-৫
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ১৩তম ম্যাচে মুখোমুখি হয় ঢাকা ডমিনেটর্স ও সিলেট স্ট্রাইকার্স। তবে ঢাকাকে ৫ উইকেটে হারিয়ে চলমান আসরে পাঁচ ম্যাচ খেলে পাঁচটিতেই জয় তুলে নিয়েছে মাশরাফির দল।

    আজ সোমবার চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে খেলতে নামে দুদল। বাংলাদেশ সময় দুপুর দেড়টায় ম্যাচটি শুরু হয়। যেখানে প্রথমে ব্যাট করা ঢাকা নির্ধারিত ২০ ওভার শেষে ৭ উইকেট হারিয়ে ১২৮ রান করে। জবাবে ৫ উইকেট হারিয়ে ও ৪ বল হাতে রেখে জয়ের বন্দরে পৌঁছে যায় সিলেট।

    ১২৯ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে উদ্বোধনী জুটিতে ৫২ রান তোলেন দুই ওপেনার মোহাম্মদ হারিস ও নাজমুল হোসেন শান্ত। তবে ৯ ওভারে এই দুই উইকেট তুলে নেন নাসির হোসেন। ১২ রান করা শান্তকে বোল্ড করার পর ৩২ বলে ৪৪ রান করা হারিসকে মোহাম্মদ মিঠুনের হাতে স্টাম্পিংকরান।

    জাকির হাসান ব্যক্তিগত ১ রানে আরাফাত সানীর বলে মাঠ ছাড়েন। অন্যদিকে ২৫ বলে ২৭ রান করা মুশফিকুর রহিমকে বোল্ড করেন তাসকিন আহমেদ। ইমাদ ১১ রানে রান আউট হন।

    কিন্তু শেষ দিকে থিসারা পেরেরার ১১ বলে ২১ ও আকবর আলীর ৫ বলে ১০ রানের অপরাজিত ইনিংসে জয় নিশ্চিত করে সিলেট।

    ঢাকার বোলার নাসির ২টি উইকেট পান।

    টস জিতে এর আগে ব্যাটিংয়ে নেমে শুরুটা বাজে হয় ঢাকার। রুবেল হোসেনের বলে এলবি হয়ে শূন্য রানে ফেরেন সৌম্য সরকার। এরপর ইমাদ ওয়াসিমের ঘূর্ণিতে নিয়মিত বিরতিতে উইকেট হারায় দলটি। সর্বোচ্চ ৩১ বলে ৩৯ রান করে রান আউট হন দলনেতা নাসির হোসেন। ওপেনার উসমান গনি ২৭ রান করে নাজমুল ইসলামের বলে বোল্ড হন।

    সিলেট বোলারদের মধ্যে সর্বোচ্চ ৩টি উইকেট পান ইমাদ।

    সিলেট অলরাউন্ডার ইমাদ ওয়াসিম ম্যাচ সেরা নির্বাচিত হন।

    টুর্নামেন্টে ৫ ম্যাচে ৫ জয়ে শীর্ষে রয়েছে সিলেট স্ট্রাইকার্স।


    এএজে
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ