ঢাকা রবিবার, ২৬ অক্টোবর ২০২৫

Motobad news
শিরোনাম
  • আ’ লীগ, বিএনপি ও জাতীয় পার্টি ৫৪ বছর ক্ষমতা থেকে লুটপাট করেছে: ফয়জুল করিম আফগান সীমান্তে ভয়াবহ সংঘর্ষ, পাকিস্তানি পাঁচ সৈন্যসহ নিহত ৩০ উজিরপুরে একুশ দিনে ৩৫ লাখ টাকার জাল জব্দ, ১৮ জেলেকে কারাদণ্ড   নভেম্বরে শেষ হচ্ছে উপদেষ্টা পরিষদের সভা: তথ্য উপদেষ্টা দল নিবন্ধন ও ‘শাপলা’ প্রতীক নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত এ সপ্তাহেই তফসিলের আগে সরকারের শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে ইসির বৈঠক ৩০ অক্টোবর ‘শিগগিরই’ জুলাই সনদ বাস্তবায়নের সুপারিশ দেবে ঐকমত্য কমিশন ভোলায় উচ্ছেদ অভিযানে হামলা, পৌরসভার ৩ গাড়িতে আগুন চট্টগ্রামে প্রতিপক্ষের গুলিতে যুবদল কর্মী নিহত নিজামী-কাসেম আলী-সালাউদ্দিন কাদেরের মৃত্যুদণ্ড মিথ্যা মামলায়: মির্জা ফখরুল
  • সৌদি লিগে অভিষেকেই জয়ের দেখা পেলেন অধিনায়ক রোনালদো

    সৌদি লিগে অভিষেকেই জয়ের দেখা পেলেন অধিনায়ক রোনালদো
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    অবশেষে সৌদি আরবের পেশাদার লিগে অভিষেক হলো ক্রিস্টিয়ানো রোনালদোর। আল-নাসের ক্লাবের জার্সিতে নিজের প্রথম ম্যাচেই অধিনায়ক হিসেবে মাঠে নেমেছিলেন পর্তুগিজ উইঙ্গার।

    পুরো ৯০ মিনিট মাঠে থেকে জয় নিয়েই ছেড়েছেন তিনি।
    গতকাল রাতে সৌদি প্রো লিগের ম্যাচে আল ইত্তিফাকের বিপক্ষে ০-১ গোলে জয় পায় রোনালদোর দল। বিশ্বকাপের পর এই প্রথম প্রতিযোগিতামূলক স্বীকৃত ম্যাচ খেললেন তিনি। ৩৭ বছর বয়সী এই তারকা ফুটবলার ফরাসি কোচ রুডি গার্সিয়ার অধীনে শুরুর একাদশে ছিলেন এবং প্রথম থেকে শেষ পর্যন্ত দলকে উজ্জীবিত করতে মাঠেই কাটান। তবে ম্যাচের একমাত্র গোলটি তার পা থেকে আসেনি। প্রথমার্ধের ৩১তম মিনিটে ব্রাজিলিয়ান ফুটবলার তালিসকার করা ওই গোলে শীর্ষেই আছে ৩৩ পয়েন্ট পাওয়া আল নাসের।

    অবশ্য সৌদি আরবের ফুটবলে আরও আগেই অভিষেক হয়েছে রোনালদোর। কিছুদিন আগে মেসি-নেইমারদের পিএসজির বিপক্ষে প্রীতি ম্যাচে আল নাসের ও আল হিলালের সমন্বিত দলের নেতৃত্ব দেন তিনি। ম্যাচটি ৫-৪ গোলে তার দল হেরে গেলেও জোড়া গোল করে ম্যাচসেরা নির্বাচিত হন রোনালদো। তবে ম্যাচটি অফিসিয়াল ছিল না। ফলে আল ইত্তিফাকের বিপক্ষেই সত্যিকারের অভিষেক হলো তার।  

    আল ইত্তিফাকের বিপক্ষে জয় পাওয়ার পর সমর্থকদের উদ্দেশ্যে বার্তা দিয়েছেন রোনালদো। টুইটারে তিনি লিখেছেন, 'প্রথম ম্যাচ, প্রথম জয়। ভালো খেলেছো ছেলেরা। সমর্থকদের অনেক ধন্যবাদ দারুণভাবে সমর্থন দেওয়ায়। ' লেখার পাশে নীল ও হলুদ রঙের হার্ট ইমোজি দিয়েছেন তিনি, যা আল নাসেরের জার্সির দুই রং।  

    এর আগে ২০২২ বিশ্বকাপ চলাকালীন ম্যানচেস্টার ইউনাইটেডের সঙ্গে বন্ধন ছিন্ন করেন রোনালদো। এরপর বেশ কয়েকটি ক্লাবের সঙ্গে তার আলোচনার খবর শোনা গেলেও বিশ্বকাপ শেষে সবাইকে অবাক করে দিয়ে আল নাসেরে যোগ দেন তিনি। প্রতি মৌসুমে প্রায় ২০০ মিলিয়ন ইউরোর চুক্তিতে ২০২৫ সালের জুন পর্যন্ত এখানেই খেলবেন রিয়াল মাদ্রিদের সাবেক এই তারকা উইঙ্গার।  


    এএজে
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ