ঢাকা শুক্রবার, ০১ ডিসেম্বর ২০২৩

Motobad news

ফুটবল ম্যাচে সাদা কার্ড দেখালেন রেফারি! 

ফুটবল ম্যাচে সাদা কার্ড দেখালেন রেফারি! 
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

পর্তুগালের উইমেন'স কাপের একটি ম্যাচে প্রথমবারের মতো সাদা কার্ডের ব্যবহার করা হয়েছে। স্পোর্টিং লিসবন ও বেনফিকার নারী দলের একটি ম্যাচে বিশেষ এক মুহূর্তে রেফারি এই কার্ড দেখান।

ফুটবল খেলায় নতুন মাত্রা যোগ করার অংশ হিসেবে পর্তুগালে নেওয়া হয়েছে কিছু উদ্যোগ, তারই একটি সাদা কার্ড, ফেয়ার প্লে-কে স্বীকৃতি দিতে এবং এতে উৎসাহ জোগাতে।

এর প্রথম ব্যবহার দেখা গেল গত রবিবার। উইমেন'স কাপে স্পোর্তিং লিসবন ও বেনফিকার ম্যাচ চলাকালীন বিরতির খানিক আগে ডাগআউটে একজন অসুস্থ হয়ে পড়েন। তখন দুই দলের মেডিকেল স্টাফরা তার চিকিৎসা করেন। তখন তাদের উদ্দেশ্যে ওই সাদা কার্ড দেখান রেফারি কাতারিনা কাম্পোস।

স্টেডিয়ামে উপস্থিত দর্শকদের কাছেও বিষয়টি খুব ভালো লাগে, তুমুল করতালিতে রেফারিকে তারা জানান অভিনন্দন।


এইচকেআর
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন