ঢাকা সোমবার, ২৫ অগাস্ট ২০২৫

Motobad news

কলাপাড়ায় মহিলা লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

কলাপাড়ায় মহিলা লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

বর্ণাঢ্য আয়োজনে পটুয়াখালীর কলাপাড়ায় মহিলা আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। 

এ উপলক্ষ্যে সোমবার সকালে দলীয় কার্যালয়ের সামনে দলীয় ও জাতীয় পতাকা উত্তোলন করা হয়। বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে মাল্যদান শেষে আলোচনা সভা ও কেক কাটা হয়েছে।

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন উপজেলা মহিলা আওয়ামী লীগের আহবায়ক অধ্যক্ষ ফাতেমা আক্তার রেখা। প্রধান অতিথির বক্তব্য রাখেন পটুয়াখালী-৪ আসনের সংসদ সদস্য মো.মুহিব্বুর রহমান মহিব। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল মোতালেব তালুকদার।

এসময় উপজেলা মহিলা আওয়ামী লীগের বিভিন্ন ইউনিটের নেত্রী ও কর্মীরা উপস্থিত ছিলেন।
 


এইচকেআর
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন