ঢাকা রবিবার, ২৬ অক্টোবর ২০২৫

Motobad news

বিমানের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হলেন সাকিব

বিমানের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হলেন সাকিব
সাকিব আল হাসান/ফাইল ছবি
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

রাষ্ট্রীয় পতাকাবাহী সংস্থা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হয়েছেন ক্রিকেটের বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান।

মঙ্গলবার (২১ মার্চ) বিকেলে রাজধানীতে বলাকা কার্যালয়ে এ বিষয়ে চুক্তি হয়। চুক্তি সই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিমান পরিচালনা পর্ষদের চেয়ারম্যান মোস্তাফা কামাল উদ্দীন, বিমানের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও শফিউল আজিমসহ সংস্থাটির ঊর্ধ্বতন কর্মকর্তারা।


এসময় বিমানের এমডি বলেন, আমরা মানসম্মত সেবা প্রদানে সর্বোচ্চ প্রয়াস চালিয়ে যাবো। সাকিব বিমানের বিশ্বমানের সেবা ও শ্রেষ্ঠত্ব বিশ্বের কাছে তুলে ধরবেন। আশা করি, এই চুক্তির মাধ্যমে বিমান আরও সামনে এগিয়ে যাবে এবং বহির্বিশ্বে আরও সুনাম অর্জন করবে।


এইচকেআর
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন