ঢাকা রবিবার, ২৬ অক্টোবর ২০২৫

Motobad news

মিরপুর টেস্ট থেকে ছিটকে গেলেন তাসকিন

মিরপুর টেস্ট থেকে ছিটকে গেলেন তাসকিন
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

আয়ারল্যান্ডের বিপক্ষে ওয়ানডে আর টি-টোয়েন্টি সিরিজে দুর্দান্ত ফর্মে ছিলেন। টি-টোয়েন্টিতে তো সিরিজসেরাও হয়েছেন। দারুণ ছন্দে থাকা তাসকিন আহমেদকে মিরপুর টেস্টে পাচ্ছে না বাংলাদেশ।

আগামীকাল (মঙ্গলবার) মিরপুর শেরে বাংলায় শুরু হচ্ছে আয়ারল্যান্ডের বিপক্ষে একমাত্র টেস্ট। সাইড স্ট্রেইন চোটের কারণে এই টেস্ট থেকে ছিটকে পড়েছেন তাসকিন।

আয়ারল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের সময়ই চোটে পড়েন তাসকিন। যে কারণে টেস্ট দলের সঙ্গে তাকে অনুশীলন করতে দেখা যায়নি। বিসিবির একটি সূত্র জানিয়েছে, সুস্থ হতে কমপক্ষে দুই থেকে চার সপ্তাহ লাগবে এই পেসারের।


এইচকেআর
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন