ঢাকা শুক্রবার, ০৪ জুলাই ২০২৫

Motobad news
শিরোনাম
  • জঙ্গি গোষ্ঠী আইএসের জন্য অর্থ সংগ্রহ করত মালয়েশিয়ায় আটক বাংলাদেশিরা ডেঙ্গুর পাশাপাশি বাড়ছে করোনা, স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ ‘৬ মাসে সড়ক দুর্ঘটনায় প্রা*ণ গেল ২ হাজার ৭৭৮ জনের’ দলের কেউ অপরাধ করলেই ব্যবস্থা নেবে বিএনপি: রিজভী বেসরকারি হাসপাতাল-ক্লিনিকে করোনা পরীক্ষার ফি পুনর্নির্ধারণ ইসরায়েলের সঙ্গে সব ধরনের বাণিজ্য বন্ধ করুন: জাতিসংঘ বিশেষজ্ঞ পরিবেশ রক্ষায় বৃক্ষরোপণ কর্মসূচীর উদ্বোধন ৪৪তম বিসিএসে বরিশাল বিশ্ববিদ্যালয়ের চমক, সুপারিশপ্রাপ্ত ১৮ জন মহাসড়কের পাশ থেকে অজ্ঞাত মরদেহ উদ্ধার  নাগরিক উন্নয়ন ফোরামের ‍‍উদ্যোগে কাঁচা রাস্তা মেরামতে বালু প্রদান
  • বিফলে ভেঙ্কটেশের সেঞ্চুরি, এবার মুম্বাইয়ের কাছে হারলো কলকাতা

    বিফলে ভেঙ্কটেশের সেঞ্চুরি, এবার মুম্বাইয়ের কাছে হারলো কলকাতা
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ভেঙ্কটেশ আইয়ারের দুর্দান্ত সেঞ্চুরি বিফলেই গেল। এই বাঁহাতি ব্যাটার আইপিএল ক্যারিয়ারে প্রথমবার তিন অঙ্কের দেখা পেয়েছেন।

    তাতে ভর করে লড়াকু সংগ্রহ দাঁড় করিয়েছিল কলকাতা নাইট রাইডার্স। কিন্তু মুম্বাই ইন্ডিয়ান্স ম্যাচটা জিতে নিল সহজেই। আইপিএলের ২২তম ম্যাচে আজ ৫ উইকেটে জয় পেয়েছে মুম্বাই। শুরুতে ব্যাট করে ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৮৫ রান সংগ্রহ করে কলকাতা। জবাবে ৫ উইকেট হারালেও ১৭.৪ ওভারেই জয় তুলে নেয় রোহিতবাহিনী।

    আগের ম্যাচের মতো এবারও কলকাতার স্কোয়াডে জায়গা হয়নি বাংলাদেশের ডানহাতি উইকেটকিপার-ব্যাটার লিটন দাসের। তবে তার জায়গায় সুযোগ পেয়ে কাজে লাগাতে পারেননি রহমনুল্লাহ গুরবাজ। এই আফগান ওপেনার আজ ১২ বলে ৮ রান করে ফিরেছেন। আরেক ওপেনার এন জগদীশান তো রানের খাতাই খুলতে পারেননি। বাকিরাও তেমন সুবিধা করতে পারছিলেন না। তবে স্রোতের বিপরীতে একপ্রান্ত আগলে রাখার পাশাপাশি নিয়মিত ঝড় তুলে গেছেন ভেঙ্কটেশ আইয়ার।  

    ভেঙ্কটেশ আইয়ার দুর্দান্ত ব্যাটিং করে তুলে নিয়েছেন আইপিএলে নিজের প্রথম সেঞ্চুরি। ৫১ বলে ১০৪ রান করে বিদায় নেওয়ার আগে তিনি হাঁকিয়েছেন ৬টি চার ও ৯টি ছক্কা। সেই সঙ্গে আইপিএলে কলকাতার জার্সিতে এক ম্যাচে সর্বোচ্চ ব্যক্তিগত সংগ্রহের তালিকায় দুইয়ে উঠে এলেন আইয়ার। ২০০৮ সালে অভিষেক আইপিএলেই ৭৩ বলে অপরাজিত ১৫৮ রানের টর্নেডো এক ইনিংস খেলেছিলেন ব্র্যান্ডন ম্যাককালাম। এখন পর্যন্ত কলকাতার জার্সিতে এটাই সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংস। ভেঙ্কটেশ ছাড়া বলার মতো রান পেয়েছেন কেবল আন্দ্রে রাসেল। শেষদিকে ১১ বলে অপরাজিত ২১ রানের ইনিংস খেলে ফর্মে ফেরার ইঙ্গিত দিয়েছেন ক্যারিবীয় অলরাউন্ডার।

    লক্ষ্য তাড়ায় নেমে মুম্বাই পায় দারুণ শুরু। ইমপ্যাক্ট প্লেয়ার হিসেবে নামা মূল অধিনায়ক রোহিত শর্মা এবং ঈশান কিষান মিলেই তুলে ফেলেন ৬৫ রান। রোহিত অবশ্য বেশিক্ষণ টিকতে পারেননি। বিদায় নিয়েছেন ১৩ বলে ২০ রান করে। তবে ঈশান ঠিকই ফিফটি তুলে নিয়েছেন। ২৫ বলে ৫টি করে চার ও ছক্কায় তিনি করেছেন ৫৮ রান।  

    ঈশানের বিদায়েও রানের চাকার গতি কমেনি মুম্বাইয়ের। এরপর হাল ধরেন এই ম্যাচে মুম্বাইয়ের নেতৃত্বে থাকা সূর্যকুমার যাদব। টানা তিন ম্যাচে ডাক মেরে খাদের কিনারে চলে যাওয়া এই ব্যাটার এই ম্যাচকেই বেছে নেন ফেরার উপলক্ষ হিসেবে। তার ২৫ বলে ৪৩ রানের ইনিংসে ভর করেই জয়ের পথে ছুটতে থাকে মুম্বাই। মাঝে তিলক ভার্মার ৩০ রান এবং শেষদিকে টিম ডেভিডের ১৩ বলে অপরাজিত ২৪ রানের ইনিংস মুম্বাইয়ের জয়কে আরও সহজ করে দেয়।

    ৪ ম্যাচে দ্বিতীয় জয় পাওয়া মুম্বাই আছে পয়েন্ট তালিকার অষ্টম স্থানে। আর ৫ ম্যাচে তৃতীয় হার দেখা কলকাতার অবস্থান পাঁচে।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ