ঢাকা সোমবার, ২৫ অগাস্ট ২০২৫

Motobad news

সাবেক প্রতিমন্ত্রী মাহবুবুরের বিরুদ্ধে এবার থানায় অভিযোগ

সাবেক প্রতিমন্ত্রী মাহবুবুরের বিরুদ্ধে এবার থানায় অভিযোগ
মো. মাহবুবুর রহমান ছবি: সংগৃহীত
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

পটুয়াখালীর কলাপাড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক পানিসম্পদ প্রতিমন্ত্রী মো. মাহবুবুর রহমানের বিরুদ্ধে জীবননাশের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় কলাপাড়া পৌর শহরের বড় জামে মসজিদের কার্যনির্বাহী কমিটির সদস্য আবদুল হান্নান ব্যাপারী আজ শনিবার দুপুরে থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।

হান্নান লিখিত অভিযোগে বলেন, ‘ঈদুল ফিতরের নামাজ শুরুর প্রাক্কালে সকাল ৮টায় মো. মাহবুবুর রহমান মসজিদের মধ্যে শত শত মুসল্লির সামনে তেড়ে এসে আমাকে খুন-জখম করার চেষ্টা চালান। এ সময় তাঁর সঙ্গে অপরিচিত আরও চার-পাঁচজন ছিলেন। আমি যদি মাহবুবুর রহমানের নামে দায়ের করা মামলা না তুলে নিই, তাহলে তিনি আমাকে ও আমার পরিবারের সদস্য, মামলার সাক্ষী ও সহযোগীদের বড় ধরনের ক্ষতিসহ খুন-জখম করার হুমকি দেন।’

হান্নান ব্যাপারী বলেন, ‘মাহবুবুর সংসদ সদস্য থাকার সময় কলাপাড়া পৌর শহরের বড় জামে মসজিদের মালিকানাধীন জমি কম দামে কিনে নিয়েছেন। এ ছাড়া মসজিদের জমি তিনি অবৈধভাবে বিক্রি করে মোটা অঙ্কের টাকা আত্মসাৎ করেছেন। এ নিয়ে জেলা প্রশাসক বরাবরে তদন্ত করার জন্য অভিযোগ দিই আমি। তদন্তে দুর্নীতি ও অর্থ আত্মসাতের প্রমাণ পাওয়া যায়। গত দেড় বছরেও এ নিয়ে কোনো আইনগত ব্যবস্থা না নেওয়ায় আমি দুর্নীতি দমন কমিশনের (দুদক) আইনে বিজ্ঞ সিনিয়র জেলা জজ পটুয়াখালীর আদালতে গত ২৬ ফেব্রুয়ারি মামলা দায়ের করি। বিজ্ঞ সিনিয়র জেলা জজ মামলাটি আমলে নিয়ে দুদকের মহাপরিচালককে তদন্ত করার ব্যবস্থা নিতে নির্দেশ দেন।’

হান্নান ব্যাপারী আরও বলেন, ‘মসজিদের সম্পদ নষ্ট, অর্থ আত্মসাৎসহ অন্যান্য অভিযোগে মাহবুবুর রহমানের নামে মামলা করার কারণে আমার ওপর ক্ষুব্ধ হন তিনি। যে কারণে আজকে ঈদের নামাজের সময় মসজিদে আমাকে পেয়ে তিনি মারতে উদ্যত হন। একপর্যায়ে খুন-জখম করার হুমকি দেন। এ ঘটনার সময় বড় জামে মসজিদ কমিটির সেক্রেটারি অধ্যক্ষ শহীদুল ইসলাম বিশ্বাস, সদস্য আলাউদ্দিন তালুকদার, আমার বড় ভাই আবদুল হক ব্যাপারী, ভাইয়ের ছেলে তরিকুল ইসলামসহ অন্য লোকজন মাহবুবুর রহমানের সন্ত্রাসী আক্রমণের হাত থেকে আমাকে নিরাপদে সরিয়ে নেন।’

এ ব্যাপারে জানতে চাইলে সাবেক পানিসম্পদ প্রতিমন্ত্রী মাহবুবুর রহমান মুঠোফোনে আজ বিকেলে পৌনে পাঁচটার দিকে গনমাধ্যমকে বলেন, অভিযোগ ভিত্তিহীন। আজকে এ রকম কোনো ঘটনা ঘটেনি। সামনে জাতীয় নির্বাচন। এই নির্বাচনকে কেন্দ্র করে এখন অনেকেই আমার বিরুদ্ধে মিথ্যা অপপ্রচার, বানোয়াট কথাবার্তা বলছে।’

কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. জসীম লিখিত অভিযোগ পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন এবং এ ব্যাপারে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়ার কথা বলেন।

দলীয় নেতা-কর্মীদের সঙ্গে কথা বলে জানা গেছে, ৬ এপ্রিল উপজেলার ডালবুগঞ্জ ইউনিয়ন শাখা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক রুমান হাসনাতের সঙ্গে উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. মাহবুবুর রহমান মুঠোফোনে কথা বলেন। কথোপকথনের একপর্যায়ে মাহবুবুর রহমান উত্তেজিত হয়ে বর্তমান সংসদ সদস্য মো. মহিব্বুর রহমানকে নিয়ে কিছু কথা বলেন। সে কথোপকথনের অডিও ৭ এপ্রিল সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ভাইরাল হয়। 

মুঠোফোনের ওই অডিওতে মাহবুবুর রহমানকে বলতে শোনা যায়, ‘বর্তমান সংসদ সদস্য মহিব্বুর রহমান রাতের ভোটে এমপি হইছে। তাকে শেখ হাসিনা মনোনয়ন দেয়নি।’ এ ছাড়া ওই অডিওতে তিনি রুমান হাসনাতকে হুমকি দিয়ে আরও বলেন, আওয়ামী লীগ করতে হলে তাঁর কাছ থেকে সার্টিফিকেট নিতে হবে।

এ ঘটনায় মাহবুবুর রহমানকে দল থেকে অপসারণের দাবিতে আওয়ামী লীগের পক্ষ থেকে দাবি জানানো হয়। সর্বশেষ জেলা আওয়ামী লীগ থেকে তাঁকে কারণ দর্শানোর নোটিশও দেওয়া হয়েছে।


এইচকেআর
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন