ঢাকা শুক্রবার, ০৪ জুলাই ২০২৫

Motobad news
শিরোনাম
  • জঙ্গি গোষ্ঠী আইএসের জন্য অর্থ সংগ্রহ করত মালয়েশিয়ায় আটক বাংলাদেশিরা ডেঙ্গুর পাশাপাশি বাড়ছে করোনা, স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ ‘৬ মাসে সড়ক দুর্ঘটনায় প্রা*ণ গেল ২ হাজার ৭৭৮ জনের’ দলের কেউ অপরাধ করলেই ব্যবস্থা নেবে বিএনপি: রিজভী বেসরকারি হাসপাতাল-ক্লিনিকে করোনা পরীক্ষার ফি পুনর্নির্ধারণ ইসরায়েলের সঙ্গে সব ধরনের বাণিজ্য বন্ধ করুন: জাতিসংঘ বিশেষজ্ঞ পরিবেশ রক্ষায় বৃক্ষরোপণ কর্মসূচীর উদ্বোধন ৪৪তম বিসিএসে বরিশাল বিশ্ববিদ্যালয়ের চমক, সুপারিশপ্রাপ্ত ১৮ জন মহাসড়কের পাশ থেকে অজ্ঞাত মরদেহ উদ্ধার  নাগরিক উন্নয়ন ফোরামের ‍‍উদ্যোগে কাঁচা রাস্তা মেরামতে বালু প্রদান
  • সুরভীর জোড়ায় সিঙ্গাপুরকে হারিয়ে গ্রুপসেরা বাংলাদেশ

    সুরভীর জোড়ায় সিঙ্গাপুরকে হারিয়ে গ্রুপসেরা বাংলাদেশ
    বাংলাদেশের উল্লাসের একটি দৃশ্য।
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    এএফসি অনূর্ধ্ব-১৭ নারী এশিয়ান চ্যাম্পিয়নশিপের বাছাইয়ে ‘ডি’ গ্রুপে চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ। হাজারো প্রবাসী সমর্থকের উপস্থিতিতে সুরভী আকন্দ প্রীতির জোড়ায় লাল-সবুজ দল ৩-০ গোলে স্বাগতিক সিঙ্গাপুরকে হারিয়েছে। ম্যাচে অন্য গোলটি এসেছে সুলতানা আক্তারের কাছ থেকে।

    গ্রুপে দুই ম্যাচে পূর্ণ ৬ পয়েন্ট নিয়ে সেরা হয়েছে বাংলাদেশ। স্বাগতিকরা সমান ম্যাচ খেলে তিন পয়েন্ট নিয়ে গ্রুপ রানার্সআপ হয়েছে। আর দুই ম্যাচ হেরে তুর্কমেনিস্তান আগেই বিদায় নিয়েছে। গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ায় বাংলাদেশ এখন দ্বিতীয় রাউন্ডে খেলবে। সেপ্টেম্বরে সেখানে বাছাইয়ের সেরা আটটি দল লড়বে। এখান থেকে চার দল যাবে মূল পর্বে। ২০২৪ সালের মূল পর্বে আগে থেকেই অপেক্ষা করছে বর্তমান চ্যাম্পিয়ন জাপান, রানার্সআপ উত্তর কোরিয়া, তৃতীয় স্থান অর্জনকারী চীন ও স্বাগতিক ইন্দোনেশিয়া।

    রবিবার জালান বেসার স্টেডিয়ামে লাল-সবুজ দল প্রথমার্ধেই ম্যাচের নিয়ন্ত্রণ নিয়েছে। চোটের কারণে ফরোয়ার্ড সুরভী আকন্দ প্রীতির খেলা কিছুটা অনিশ্চিত ছিল। তবে ম্যাচের আগে সুস্থ হয়ে ওঠায় তাকে নিয়েই একাদশ সাজান কোচ। তার প্রতিদানও দিয়েছেন এই ফরোয়ার্ড।

    ২১ মিনিটে প্রীতির গোলেই বাংলাদেশ এগিয়ে গেছে। স্পটকিক থেকে লাল-সবুজ দলকে লিড এনে দেন প্রীতি। বিরতিতে যাওয়ার আগ পর্যন্ত এই স্কোরলাইন-ই ছিল। বিরতির পরও বাংলাদেশের দাপট চলেছে। এই অর্ধে এসেছে আরও দুটি গোল। ৫৫ মিনিটে পেনাল্টি থেকে বাংলাদেশ আবারও এগিয়ে গেছে। স্পটকিক থেকে লক্ষ্যভেদ করে দলের ব্যবধান বাড়িয়ে নেন প্রীতি। ৭ মিনিট পর বাংলাদেশ তৃতীয় গোলের দেখা পেয়েছে। সুলতানা রহমান গোল করে স্বাগতিকদের ব্যাকফুটে ঠেলে দেন। শেষ পর্যন্ত দাপুটে এক জয় নিয়েই মাঠ ছেড়েছে গোলাম রব্বানী ছোটনের দল।

    বাংলাদেশ দল: সঙ্গীতা রানী দাস, জয়নব বিবি, অর্পিতা বিশ্বাস, রুমা আক্তার, নুসরাত জাহান, থুইনু মারমা, পূজা দাস, কানন রানী বাহাদুর, নাদিয়া আক্তার, সুলতানা আক্তার ও সুরভী আকন্দ প্রীতি।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ