ঢাকা শুক্রবার, ০৪ জুলাই ২০২৫

Motobad news
শিরোনাম
  • জঙ্গি গোষ্ঠী আইএসের জন্য অর্থ সংগ্রহ করত মালয়েশিয়ায় আটক বাংলাদেশিরা ডেঙ্গুর পাশাপাশি বাড়ছে করোনা, স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ ‘৬ মাসে সড়ক দুর্ঘটনায় প্রা*ণ গেল ২ হাজার ৭৭৮ জনের’ দলের কেউ অপরাধ করলেই ব্যবস্থা নেবে বিএনপি: রিজভী বেসরকারি হাসপাতাল-ক্লিনিকে করোনা পরীক্ষার ফি পুনর্নির্ধারণ ইসরায়েলের সঙ্গে সব ধরনের বাণিজ্য বন্ধ করুন: জাতিসংঘ বিশেষজ্ঞ পরিবেশ রক্ষায় বৃক্ষরোপণ কর্মসূচীর উদ্বোধন ৪৪তম বিসিএসে বরিশাল বিশ্ববিদ্যালয়ের চমক, সুপারিশপ্রাপ্ত ১৮ জন মহাসড়কের পাশ থেকে অজ্ঞাত মরদেহ উদ্ধার  নাগরিক উন্নয়ন ফোরামের ‍‍উদ্যোগে কাঁচা রাস্তা মেরামতে বালু প্রদান
  • লালমোহনে এসএসসির ৫ পরীক্ষার্থীকে বহিস্কার

    লালমোহনে এসএসসির ৫ পরীক্ষার্থীকে বহিস্কার
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজ জয় নিশ্চিত হওয়ার পর পাকিস্তানের ক্রিকেটের জন্য বাবর আজমের দল নিয়ে এলো আরও এক সুখবর। আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের ওয়ানডে র‍্যাংকিংয়ে এখন এক নম্বর দল পাকিস্তান।

    ওয়ানডে ক্রিকেটের ৫২ বছরের ইতিহাসে এই প্রথমবারের মতো পাকিস্তান র‍্যাংকিংয়ের এক নম্বরে জায়গা করে নিল। এখন আইসিসির ওয়ানডে ফরম্যাটের র‍্যাংকিংয়ের শীর্ষস্থানে রয়েছে তুমুল প্রতিদ্বন্দ্বিতা।

    চলতি বছর আছে ওয়ানডে বিশ্বকাপ, এমন সময়ে পাকিস্তান ভগ্নাংশের ব্যবধানে অস্ট্রেলিয়াকে এবং এক পয়েন্টের ব্যবধানে ভারতকে পেছনে ফেলে ওয়ানডের এক নম্বর দল হয়ে উঠেছে।
    এর আগে ২০০৩ ক্রিকেট বিশ্বকাপে পাকিস্তানের একটি ক্রিকেট দল এমন দাপট ও ফর্ম নিয়ে বিশ্বকাপে গিয়েছিল, কিন্তু শোয়েব আখতার, শহীদ আফ্রিদি, ইনজামাম উল হক, ওয়াসিম আকরাম, ওয়াকার ইউনিসের সেই দলটি প্রথম রাউন্ডেই বাদ পড়ে গিয়েছিল।

    ঠিক ২০ বছর বাদে পাকিস্তান দল আবারও ফেভারিট হিসেবে বিশ্বকাপে যাচ্ছে। এবারে সাবধানী অধিনায়ক বাবর আজম।

    অধিনায়ক ও শীর্ষ ব্যাটার হিসেবে নিজের দায়িত্ব নিয়ে সচেতন বাবর আজম আইসিসিকে দেয়া এক সাক্ষাৎকারে জানিয়েছেন, “বিশ্বকাপজয়ী দলের অধিনায়ক হতে পারলে দারুণ হবে।"

    র‍্যাংকিংয়ে পাকিস্তানের উন্নতি কীভাবে

    ২০১১ সালের পর টানা দুই ওয়ানডে বিশ্বকাপে পাকিস্তান সেমিফাইনালেও খেলতে পারেনি। টুর্নামেন্টের মাঝামাঝি পর্যায়েই দলটির বিদায় একরকম নিশ্চিত হয়ে গিয়েছিল।

    কিন্তু পাকিস্তান ক্রিকেট দল এমনই অননুমেয় যে এরই মাঝে দুবার টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালে খেলে ফেলেছে, একবার খেলেছে ফাইনাল, ছয় বছর আগে মিনি বিশ্বকাপ নামে পরিচিত আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিও জিতেছে।

    তাই পাকিস্তান ক্রিকেট দল নিয়ে আগাম কোনও বিশ্লেষণ করার আগে বিশ্লেষকরা একটু ভাবেন। তবে বাবর আজমের পাকিস্তান দল পূর্বসুরীদের তুলনায় খানিকটা ধারাবাহিক।

    ২০১৯ সালের ওয়ানডে বিশ্বকাপের আগে টানা নয় ম্যাচ হেরেছিল পাকিস্তান। এরপর বাবর আজমের নেতৃত্বে কখনোই এমন ব্যর্থতার মুখ দেখেনি দলটি।

    পাকিস্তানের শেষ দশটি সিরিজ

    পাকিস্তান-ইংল্যান্ড ০-৪
    পাকিস্তান ২-০ শ্রীলঙ্কা
    পাকিস্তান ২-১ জিম্বাবুয়ে
    পাকিস্তান-দক্ষিণ আফ্রিকা ২-১
    পাকিস্তান-ইংল্যান্ড ০-৩
    পাকিস্তান-অস্ট্রেলিয়া ২-১
    পাকিস্তান-ওয়েস্ট ইন্ডিজ ৩-০
    পাকিস্তান-নেদারল্যান্ডস ৩-০
    পাকিস্তান-নিউজিল্যান্ড ১-২
    পাকিস্তান-নিউজিল্যান্ড ৪-০ (চলমান)

    ওয়ানডে ক্রিকেটের বর্তমান বিশ্বকাপ চ্যাম্পিয়ন ইংল্যান্ড বাদে প্রায় সব দলের বিপক্ষেই জয় পেয়েছে পাকিস্তান। ভারত ও বাংলাদেশের বিপক্ষে এই সময়ের মধ্যে কোনও ওয়ানডে সিরিজ খেলা হয়নি।

    তবে নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকার মতো দলগুলোকে সিরিজে হারানোর পর এবারে শিরোপার দিকে চোখ পাকিস্তানের।

    পাকিস্তানের তারকা ফাস্ট বোলার শাহিন শাহ আফ্রিদি গণমাধ্যমে বলেছেন, “এই বছর এশিয়া কাপ ও বিশ্বকাপ দুটোই জিতবে পাকিস্তান।"

    সূত্র : বিবিসি।

     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ