ঢাকা সোমবার, ২৫ অগাস্ট ২০২৫

Motobad news

আগুন ঝরাচ্ছেন হাসান, চাপে আইরিশরা

আগুন ঝরাচ্ছেন হাসান, চাপে আইরিশরা
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

বৃষ্টির পর শুরু হওয়া ম্যাচে বল হাতে আগুন ঝরাচ্ছেন হাসান মাহমুদ। এরইমধ্যে বাংলাদেশের এই ডানহাতি পেসারের জোড়া আঘাতে শুরুতেই চাপে পড়ে গেছে আয়ারল্যান্ড।

 
এই প্রতিবেদন লেখা পর্যন্ত ৯ ওভারে ২ উইকেট হারিয়ে ২৬ রান তুলতে পেরেছে স্বাগতিকরা।  

চেমসফোর্ডে আজ বৃষ্টির কারণে দুই ঘণ্টারও বেশি সময় পর হয় বাংলাদেশ-আয়ারল্যান্ড তিন ম্যাচ ওয়ানডে সিরিজের দ্বিতীয়টির টস। যেখানে টস জিতে আগে বোলিংয়ের সিদ্ধান্ত নেন বাংলাদেশ দলের অধিনায়ক তামিম ইকবাল। দেরিতে শুরু হওয়ায় ম্যাচ হবে ৪৫ ওভারের।  

আগে ব্যাটিংয়ে নামা আয়ারল্যান্ডের ওপেনার পল স্টার্লিংকে প্রথম ওভারেই বিদায় করে ব্রেক-থ্রু এনে দেন হাসান মাহমুদ। বাংলাদেশের ডানহাতি পেসারের লেন্থ বল ব্লক করতে গিয়ে উইকেটকিপার মুশফিকুর রহিমের হাতে ক্যাচ তুলে দেন স্টার্লিং। শুরুতে ক্যাচ আউটের আবেদনে সাড়া দেননি আম্পায়ার। ফলে রিভিও নেন টাইগার দলপতি তামিম ইকবাল। রিপ্লেতে স্পষ্ট দেখা যায়, বল ব্যাটের কানায় লেগে মুশফিকের হাতে জমা হয়েছে। ফলে সিদ্ধান্ত বদলে আউট দেন অন-ফিল্ড আম্পায়ার। স্টার্লিং ২ বলের মোকাবিলায় ফিরেছেন ডাক মেরে। ১ রানেই প্রথম উইকেট হারায় আয়ারল্যান্ড।

এরপর আরেক ওপেনার স্টিফেন ডোহেনিকেও নিজের শিকার বানান হাসান। সপ্তম ওভারে তার প্রথম বলেই ব্যাক-ফুট স্কয়ারে পাঞ্চ করেছিলেন আইরিশ ওপেনার। কিন্তু বল উড়ে গিয়ে জমা হয় পয়েন্টে দাঁড়ানো মেহেদী হাসান মিরাজের হাতে। বিদায় নেওয়ার আগে ২১ বলে ১২ রান করেন ডোহেনি।


 


এইচকেআর
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন