ঢাকা বুধবার, ১০ সেপ্টেম্বর ২০২৫

Motobad news
কেন্দ্রীয় নেতাদের স্ব স্ব জেলায় উপস্থিত থাকার নির্দেশ

বরিশালের ৮ সাংগঠনিক জেলায় বিএনপির জনসভার দায়িত্বে চার নেতা

বরিশালের ৮ সাংগঠনিক জেলায় বিএনপির জনসভার দায়িত্বে চার নেতা
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

উচ্চ আদালতের নির্দেশনা অধিনস্ত আদালত এবং সরকারের অবজ্ঞা, গায়েবী মামলায় নির্বিচারে গ্রেফতার, মিথ্যা মামলা ও পুলিশি হয়রানী, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, বিদ্যুতের লোড শেডিং, আওয়ামী সরকারের সর্বগ্রাসী দুর্নীতির প্রতিবাদসহ ১০ দফা বাস্তবায়নের দাবিতে সারা দেশে জনসমাবেশ করবে বিএনপি।

এর অংশ হিসেবে বরিশাল মহানগরসহ সাংগঠনিক ৮টি জেলায় জনসসভা করবে দলটি। বরিশাল বিভাগের এ জনসভা সফল করতে দায়িত্ব দেয়া হয়েছে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির পাঁচ নেতাকে।

এরা হলেন- বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খান, জাতীয় নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান ব্যারিস্ট্রার শাহজাহান ওমর- বীর উত্তম, আব্দুল আউয়াল মিন্টু, জয়নুল আবেদীন এবং জাতীয় নির্বাহী কমিটির যুগ্ম মহাসচিব মজিবুর রহমান সরোয়ার।

এদিকে, বরিশাল বিভাগে মহানগর এবং জেলা পর্যায়ের এই জনসভা সফল করতে বিএনপিতে প্রস্তুতি শুরু হয়েছে। বরিশাল মহানগরসহ প্রতিটি জেলা, উপজেলা এবং ইউনিয়ন পর্যায়ে নেতাকর্মীরা প্রস্তুতি সভা এবং প্রচার প্রচারনা চালিয়ে যাচ্ছেন।
জানা গেছে, ‘আগামীকাল ১৮ মে বরিশাল নগরীতে জনসভা করবে বিএনপি। 

জনসভার আয়োজন করবে মহানগর উত্তর এবং দক্ষিণ জেলা বিএনপি। এতে প্রধান অতিথি হিসেবে অংশগ্রহণ করবেন বিএনপির ভাইস চেয়ারম্যান ব্যারিস্ট্রার শাহজাহান ওমর- বীর উত্তম।
একই দিন পটুয়াখালী জেলায় অনুষ্ঠিত হবে জনসভা। জেলা বিএনপি আয়োজিত জনসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুল আউয়াল মিন্টু।

এছাড়া আগামী ১৯ মে ভোলা জেলায় জনসভা করবে স্থানীয় জেলা বিএনপি। এ জনসভায় প্রধান অতিথি হিসেবে অংশগ্রহণ করবেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির যুগ্ম মহাসচিব মজিবুর রহমান সরোয়ার।

এছাড়া ২৬ মে বরগুনা এবং পিরোজপুর জেলায় জনসভা অনুষ্ঠিত হবে। এর মধ্যে বরগুনায় জেলায় বিএনপির জাতীয় নির্বাহী কমিটির যুগ্ম মহাসচিব মজিবুর রহমান সরোয়ার এবং পিরোজপুরে জাতীয় স্থায়ী কমিটি সদস্য ড. আবদুল মঈন খান প্রধান অতিথি হিসেবে অংশগ্রহণ করবেন।

২৬ মে একই দিনে ঝালকাঠি জেলা বিএনপির আয়োজনে জনসভা হবে। এ জনসভার দায়িত্ব দেয়া হয়েছে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান জয়নুল আবেদীন। সভায় তিনি প্রধান অতিথি হিসেবে অংশগ্রহণ করবেন।

দলীয় সূত্রে জানা গেছে, জেলা পর্যায়ে আয়োজিত এসব জনসভা সফল করতে বিভাগীয় সমন্বয়কারী, সাংগঠনিক সম্পাদক ও সহযোগী সমন্বয়কারী এবং সহ-সাংগঠনিক সম্পাদকরা দায়িত্ব পালন করবেন।

তাছাড়া জেলা পর্যায়ে জনসভাগুলোতে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির নেতৃবৃন্দ, সাবেক সংসদ সদস্য, অঙ্গ ও সহযোগী সংগঠনের কেন্দ্রীয় নেতৃবৃন্দ ও নেতা-কর্মীদের নিজ নিজ জেলার কর্মসূচিতে প্রত্যক্ষভাবে অংশগ্রহণ করতে কেন্দ্র থেকে নির্দেশ দেয়া হয়েছে।
 


এইচকেআর
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন