ঢাকা বুধবার, ১০ সেপ্টেম্বর ২০২৫

Motobad news

দশ দফা দাবিতে বিএনপির জনসমাবেশ

দশ দফা দাবিতে বিএনপির জনসমাবেশ
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

আওয়ামী লীগ সরকারের অধীনে নির্বাচন হলে যিনি যোগ্য প্রার্থীও জয় পাবেন না বলে মন্তব্য করেছেন বিএনপির নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান ব্যারিস্টার শাহজাহান ওমর।

শনিবার (২০ মে) বেলা ১১টায় ১০ দফা দাবিতে বরিশাল নগরীর সদর রোডের জেলা ও মহানগর বিএনপির দলীয় কার্যালয়ের সামনে মহানগর এবং উত্তর ও দক্ষিণ জেলা বিএনপির আয়োজনে জনসমাবেশে প্রধান অতিথির বক্তব্য তিনি এসব কথা বলেন।  

শাহজাহান ওমর বলেন, আমরা নির্বাচন তো করবোই না বরং আগামীতে যে নির্বাচন হবে তা যদি তত্ত্বাবধায়কের হাতে না হয় তাহলে সেই নির্বাচনও আমরা প্রতিহত করবো।

বরিশাল মহানগর বিএনপি’র আহ্বায়ক মনিরুজ্জামান ফারুকের সভাপতিত্বে জনসমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিএনপি’র যুগ্ম মহাসচিব মজিবর রহমান সরোয়ার।

আরও বক্তব্য রাখেন বিএনপি মিডিয়া সেলের প্রধান জহির উদ্দিন স্বপন, দলের বিভাগীয় সাংগঠনিক সম্পাদক বিলকিস জাহান শিরিন, দলের সহসাংগঠনিক সম্পাদক মাহবুবুল হক নান্নু, দক্ষিণ জেলার আহ্বায়ক আবুল হোসেন খান, উত্তর জেলার আহ্বায়ক দেওয়ান মো. শহীদুল্লাহসহ অন্যরা।

এর আগে সকাল সাড়ে ১০টার পর থেকে বরিশাল মহানগরীর বিভিন্ন ওয়ার্ড এবং জেলার বিভিন্ন উপজেলা থেকে খণ্ড খণ্ড মিছিল সদর রোডের দলীয় কার্যালয় চত্বরে ভিড় করে। বিএনপি নেতাকর্মীদের ব্যাপক উপস্থিতির কারণে সদর রোডে যানবাহন এবং জনসাধারণের চলাচলে দুর্ভোগের সৃষ্টি হয়।

যদিও বিএনপি’র জনসমাবেশ ঘিরে যেকোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে সদর রোডসহ আশপাশে বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন ছিল। এ কারণে অনাকাঙ্ক্ষিত ঘটনা ছাড়াই বিএনপি’র জনসমাবেশ শেষ হয় বলে জানিয়েছেন মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (দক্ষিণ) মো. ফজুলল হক।


এইচকেআর
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন