ঢাকা বুধবার, ২২ অক্টোবর ২০২৫

Motobad news
শিরোনাম
  • জামায়াত ও এনসিপির সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক আজ মাধ্যমিকে ৩ শ্রেণির সাড়ে ১২ কোটি বই ছাপানো হবে, ব্যয় ৪৪৫ কোটি চন্দ্রমোহন বিএনপির বহিস্কৃত নেতার সরকারি জমি দখল, আটকে দিলো প্রশাসন ১৫ সেনা কর্মকর্তাকে নেওয়া হলো সেনানিবাসের অস্থায়ী কারাগারে নির্বাচন নিরপেক্ষ করার জন্য যা দরকার করব, বিএনপিকে প্রধান উপদেষ্টা দলীয় লোক অপসারণ করে তত্ত্বাবধায়ক সরকার গঠনের দাবি বিএনপির বাড়িভাড়া বাড়ানোয় ‘সন্তুষ্ট’ শিক্ষকরা, আন্দোলন স্থগিত বুধবার থেকে ক্লাসে ফিরছেন শিক্ষকরা, খোলা থাকবে শনিবারও সরকারি কর্মচারীদের নতুন বেতন নির্ধারণে খসড়া প্রস্তাব চূড়ান্ত নিষিদ্ধ ছাত্রলীগের নাজিরপুরের সভাপতি ভাইসহ ঢাকায় গ্রেফতার
  • বৃৃষ্টির কারণে ১৭ ওভার নেমে এলো বাংলাদেশ-আফগান লড়াই

    বৃৃষ্টির কারণে ১৭ ওভার নেমে এলো বাংলাদেশ-আফগান লড়াই
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    আফগানিস্তানের বিপক্ষে দ্বিতীয় ও শেষ টি-টোয়েন্টি ক্রিকেট ম্যাচে টস হেরে প্রথমে ব্যাটিংয়ে নেমেই বিপাকে পড়ে গেছে আফগানিস্তান। ব্যাট করতে নেমে শুরুতেই জোড়া উইকেট হারিয়ে ধুঁকতে থাকে আফগানিস্তান। এই অবস্থায় বৃষ্টি বাধায় বন্ধ হয়েছিল বাংলাদেশ-আফগান লড়াই। তবে আবারও শুরু হয়েছে খেলা। তবে বৃষ্টির কারণে প্রায় ১০০ মিনিটের বিরতিতে ম্যাচ থেকে হারিয়ে গেছে ৬ ওভার। ইনিংস প্রতি এখন খেলা হবে ১৭ ওভার করে।

    রোববার সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ইনিংসের প্রথম ওভারের চতুর্থ বলে ছক্কা হাঁকান ওপেনার রহমানউল্লাহ গুরবাজ। ঠিক পরের বলেও বাউন্ডারি হাঁকাতে চেয়েছিলেন তিনি। কিন্তু বল ব্যাটের কানায় লেগে ফ্লাডলাইটের উপরে উঠে যায়। নিজের বলে নিজেই ক্যাচ তুলে নেন তাসকিন। রহমানউল্লাহর বিদায়ে ৯ রানে প্রথম উইকেট হারায় আফগানরা। আর এই উইকেট নিয়ে টি-টোয়েন্টি ক্যারিয়েরের ৫০তম উইকেট পূর্ণ করেন তাসকিন। 

    গুরবাজের বিদায়ের পর ক্রিজে আসেন ইব্রাহিম জাদরান। হযরতুল্লাহ জাজাইকে সঙ্গে নিয়ে ব্যাট করতে থাকেন ইব্রাহিম। তবে ইনিংসের চতুর্থ ওভারে ফের বোলিংয়ে এসে জাজাইকে সাজঘরে ফেরান তাসকিন। দলীয় ১৬ রানে ৫ বলে ৪ রান করে আউট হন জাজাই। পরে ৭.২ ওভারে আফগানিস্তানের সংগ্রহ করতেই ২ উইকেটে ৩৯ রানে যেতেই বৃষ্টি শুরু হয়। তখন মোহাম্মদ নবি আর ইব্রাহিম জাদরান দুজনই সমান ১১ রান নিয়ে ব্যাটিংয়ে ছিলেন।

    বৃষ্টির পরে খেলা শুরু হলে দুইবার জীবন পেয়েও কিছু করতে পারলেন না মোহাম্মদ নবি। পরের ওভারেই তাকে ড্রেসিং রুমে ফেরত পাঠালেন মুস্তাফিজুর রহমান। প্রথম ওভারে ১২ রান খরচ করা মুস্তাফিজের দ্বিতীয় ওভার শুরু হয় ওয়াইড দিয়ে। তবে পরের বলেই তিনি পান প্রথম সাফল্য। ফুল লেংথ ডেলিভারি লং অনের দিকে বড় শটের চেষ্টা করেন নবি। ব্যাটের ভেতরের কানায় লেগে বল জমা পড়ে লিটন দাসের গ্লাভসে। এক চারে ১৬ রান করতে ২২ বল খেলেছেন নবি। ইব্রাহিম জাদরানের সঙ্গে ক্রিজে নতুন ব্যাটসম্যান নাজিবউল্লাহ জাদরান। পরে জাদরানকে ফেরান সাকিব।

    বাংলাদেশ একাদশ: লিটন দাস, নাজমুল হোসেন শান্ত, সাকিব আল হাসান (অধিনায়ক), তাওহিদ হৃদয়, শামিম হোসেন, আফিফ হোসেন, মেহেদী হাসান মিরাজ, তাসকিন আহমেদ, নাসুম আহমেদ, হাসান মাহমুদ ও মুস্তাফিজুর রহমান।

    আফগানিস্তান একাদশ: রহমানউল্লাহ গুরবাজ, হজরতউল্লাহ জাজাই, ইব্রাহিম জাদরান, নাজিবউল্লাহ জাদরান, মোহাম্মদ নবি, করিম জানাত, রশিদ খান, মুজিব উর রহমান, ওয়াফাদার মোমান্দ, আজমতউল্লাহ ওমরজাই ও ফজলহক ফারুকী।

    প্রসঙ্গত, আফগানিস্তানের বিপক্ষে প্রথম টি-টুয়েন্টি ম্যাচে শেষ ওভারের নাটকীয়তায় শেষ হাসিটা বাংলাদেশেরই ছিল। তাই সিরিজে এগিয়ে থেকে দ্বিতীয় টি-টোয়েন্টিতে আজ মাঠে নেমেছে সাকিব আল হাসানের দল। এই ম্যাচ জিততে পারলে শিরোপা নিশ্চিত করবে স্বাগতিকরা। অন্যদিকে সফরকারীরা ঘুরে দাঁড়াতে পারলে অন্তত সিরিজ ড্র করে বাড়ি ফিরতে পারবে।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ