ঢাকা বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর ২০২৫

Motobad news

কারাগারে প্রবেশের ১ ঘণ্টা পরই মুক্তি পেলেন দক্ষিণ আফ্রিকার সাবেক প্রেসিডেন্ট 

কারাগারে প্রবেশের ১ ঘণ্টা পরই মুক্তি পেলেন দক্ষিণ আফ্রিকার সাবেক প্রেসিডেন্ট 
দক্ষিণ আফ্রিকার সাবেক প্রেসিডেন্ট ছবি: সংগৃহীত
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

কারাগারে প্রবেশের ৯০ মিনিটেরও কম সময়ের মধ্যে মুক্তি পেলেন দক্ষিণ আফ্রিকার সাবেক প্রেসিডেন্ট জ্যাকব জুমা। আদালত অবমাননার দায়ে তাকে কারাগারে পাঠানো হয়েছিল।

পরে কারাগারে ভিড় কমাতে দেশটির সরকারের ঘোষিত নতুন কর্মসূচির অধীনে সাবেক এ প্রেসিডেন্টকে মুক্তি দেওয়া হয়। ৮১ বছর বয়সী এ রাজনীতিবিদ শুক্রবার (১১ আগস্ট) দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট সিরিল রামাফোসার দণ্ড মওকুফের মাধ্যমে কারাগার থেকে ছাড়া পান।

তাকে সকাল ৬টায় কোয়াজুলু-নাটাল প্রদেশের একটি কারাগারে পাঠানো হয়। দ্রুত প্রক্রিয়ার মাধ্যমে মাত্র একঘণ্টা পরেই তাকে মুক্তি দেওয়া হয়।

বিরোধী রাজনীতিবিদরা বলছেন, জুমার দ্রুত মুক্তি কাকতালীয় নয়। তারা আরও বলছেন এটি স্পষ্ট যে শাসক দল আফ্রিকান ন্যাশনাল কংগ্রেস (এএনসি) তার সবচেয়ে শক্তিশালী সদস্যের বিচার এড়াতে কারাগারের ভিড়ের সমস্যাটি ব্যবহার করেছে।

জুমাকে ২০২১ সালে রাষ্ট্রীয় দুর্নীতির তদন্তে সাক্ষ্য দেওয়ার জন্য আদালতের আদেশ লঙ্ঘনের জন্য কারাগারে বন্দি করা হয়। কিন্তু ১৫ মাসের শাস্তির মাত্র দুই মাস কাটানোর পর তাকে মেডিকেল ইস্যুতে প্যারোলে মুক্তি দেওয়া হয়।

দক্ষিণ আফ্রিকার আদালত পরে তার মুক্তি বেআইনি ছিল উল্লেখ করে তাকে কারাগারে ফিরে যাওয়ার নির্দেশ দেন।

সূত্র: সিএনএন


এইচকেআর
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন