ঢাকা শুক্রবার, ০৪ জুলাই ২০২৫

Motobad news
শিরোনাম
  • জুলাই সনদ ঘোষণার দাবিতে বরিশালে ইসলামী ছাত্র আন্দোলনের বিক্ষোভ  বরিশালে গণঅধিকার সভাপতি নুরসহ ২৫ জনের বিরুদ্ধে মামলা আমতলীতে বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি হলেন ছাত্রদল নেতা  সাবেক এমপি শম্ভুর জমি ক্রোক ‍ও ১৬ ব্যাংক হিসাব ফ্রিজ পটুয়াখালীতে ২৩ বছর পর জেলা বিএনপির সম্মেলন, স্নেহাংশু সভাপতি ও মজিবুর সম্পাদক সাগরে ৩ নম্বর সতর্কসংকেত, সপ্তাহজুড়ে থেমে থেমে বৃষ্টির পূর্বাভাস ভোলায় স্বামীকে নির্যাতনের পর গৃহবধূকে দলবদ্ধ ধর্ষণের মামলায় দুই আসামি  গ্রেফতার  বরিশালে গণসংহতি আন্দোলনের বিক্ষোভ সমাবেশ বামনায় ডেঙ্গু জ্বরের লক্ষণ প্রতিরোধ ও প্রতিকার বিষয়ক র‍্যালি  বরিশাল বিশ্ববিদ্যালয়ে ক্যারিয়ার কাউন্সেলিং ও মোটিভেশন বিষয়ক সেমিনার 
  • জুনিয়র সাফ

    নেপালকে হারিয়ে সেমিতে এক পা বাংলাদেশের

    নেপালকে হারিয়ে সেমিতে এক পা বাংলাদেশের
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সাফ অনুর্ধ্ব-১৬ টুর্নামেন্টে জয়ের দেখা পেয়েছে বাংলাদেশ। গ্রুপ পর্বের প্রথম ম্যাচে ভারতের বিপক্ষে হেরেছিল বাংলাদেশ। টুর্নামেন্টে টিকে থাকতে হলে বাংলাদেশের পয়েন্টের বিকল্প ছিল না। আজ গ্রুপের দ্বিতীয় ও শেষ ম্যাচে নেপালকে ১-০ গোলে হারিয়েছে বাংলাদেশ।

    ম্যাচের প্রথমার্ধ গোলশূন্য ড্র ছিল। দ্বিতীয়ার্ধের দ্বিতীয় মিনিটে বাংলাদেশ একমাত্র জয়সূচক গোল করে। অধিনায়ক নাজমুল হুদা ফয়সালের কর্ণার থেকে বক্সের মধ্যে আশিকুর রহমান লাফিয়ে হেড করেন। আশিকের হেড জটলার মধ্যে এক ড্রপ করে জালে প্রবেশ করে। বাংলাদেশ টেন্ট গোলের আনন্দে মেতে উঠে। 


    পিছিয়ে পড়ে নেপাল ম্যাচে ফেরার প্রাণান্ত চেষ্টা করে। বেশ কয়েকটি গোলের সুযোগও তৈরি করেছিল ফরোয়ার্ডদের ফিনিশিং ব্যর্থতায় ম্যাচে সমতা আনতে পারেনি হিমালয়ের দেশটি। বিশেষ ৭৮ মিনিটে নেপাল এক আক্রমণে বাংলাদেশের গোলরক্ষককে পরাস্ত করে পোস্ট উন্মুক্ত করলেও বল জালে পাঠাতে ব্যর্থ হয়। 

    বাংলাদেশও ব্যবধান দ্বিগুণের সুযোগ পেয়েছিল। ৮৮ মিনিটে বাংলাদেশের এক আক্রমণ গোললাইন থেকে সেভ করে নেপাল। নির্ধারিত ৯০ মিনিট শেষে ৬ মিনিট ইনজুরি সময় দেন রেফারি। একেবারে শেষ মিনিটে নেপাল বক্সের সামনে ফ্রি কিক পায়। বক্সের উপর থেকে নেয়া জোরালো শটটি পোস্টের সামান উপর দিয়ে যায়। শটের পরপরই রেফারি ম্যাচ শেষের বাশি বাজান। বাংলাদেশের খেলোয়াড়রা স্বস্তিতে মাটিতে নুয়ে পড়েন আর নেপালের খেলোয়াড়রা হতাশায়। 

    গ্রুপের দুই ম্যাচ শেষেন বাংলাদেশের পয়েন্ট তিন। ভারত এক ম্যাচে তিন আর নেপাল এক ম্যাচে শূন্য। তাই ভারত-নেপাল ম্যাচের দিকে তাকিয়ে থাকতে হচ্ছে বাংলাদেশকে সেমিফাইনালের জন্য। ভারত জিতলে বা ড্র করলে বাংলাদেশ সেমিফাইনাল খেলবে সহজভাবেই। নেপাল ভারতকে ১-০ গোলে হারালে নাটকীয়তা তৈরি হবে। তখন তিন দলেরই পয়েন্ট ও গোল ব্যবধান সমান হবে। 

    তখন কার্ডের ভিত্তিতে দুই দল সেমিফাইনাল খেলবে। আবার নেপাল ২ গোলের ব্যবধানে জিতলে তখন গোল ব্যবধানে ভারত বাদ পড়তে পারে। নেপাল যদি গোল দিয়ে এক গোলের ব্যবধানে জিতে তাহলে ভারত ও নেপাল সেমিফাইনাল খেলবে।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ