কলাপাড়ায় গলায় ফাঁস দিয়ে কলেজ ছাত্রের মৃত্যু


কলাপাড়ার মহিপুর থানার খানাবাদ ডিগ্রি কলেজের এইচএসসি দ্বিতীয় বর্ষের ছাত্র নাজির সিকদার (১৮) গলায় ফাঁস দিয়ে মৃত্যুবরণ করেছে।
পারিবারিক ও এলাকাবাসীর সুত্রে জানা গেছে, কলাপাড়া উপজেলার নীলগজ্ঞ ইউনিয়নের তাহেরপুর গ্রামের হায়দার সিকদারের ছেলে নাজির সিকদার (১৮) পারিবারিক কলহের জন্য গত মঙ্গলবার রাতে নিজ বাড়ীর গোয়াল ঘরের আড়ার সাথে রশিতে ফাঁস লাগিয়ে মৃত্যুবরণ করে।
পরে পুলিশ এসে লাশ উদ্ধার করে। কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী আহমেদ জানান, এ ঘটনায় থানায় নিয়ে একটি অপমৃত্যু মামলা রুজু করে। লাশ ময়নাতদন্তের জন্য পটুয়াখালী মর্গে পাঠানো হয়েছে।
এইচকেআর
