ঢাকা মঙ্গলবার, ২১ অক্টোবর ২০২৫

Motobad news

ভারতের বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে অস্ট্রেলিয়া

ভারতের বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে অস্ট্রেলিয়া
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

বিশ্বকাপে ফাইনালের আগেই যেন ফাইনাল, গ্রুপ পর্বের অন্যতম হাই ভোল্টেজ ম্যাচ আজ। মুখোমুখি ভারত এবং অস্ট্রেলিয়া। চেন্নাইয়ের এম চিদাম্বরম স্টেডিয়ামে আজ দুপুর আড়াইটায় শুরু হচ্ছে ম্যাচটি।

হাইভোল্টেজ এই ম্যাচে টস করতে নামলেন ভারত অধিনায়ক রোহিত শর্মা এবং অস্ট্রেলিয়ার অধিনায়ক প্যাট কামিন্স। টস জিতলেন অস্ট্রেলিয়া অধিনায়ক এবং প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নিলেন তিনি।


টস জিতে ব্যাট করা প্রসঙ্গে অস্ট্রেলিয়া অধিনায়ক প্যাট কামিন্স বলেন, ‘আমরা সত্যি দারুণ একটি অবস্থায় রয়েছি। ম্যাচের আগে ভালো সময় পেয়েছি নিজেদের গুছিয়ে নিতে। ট্রাভিস হেড এখনও এডিলেডে (দলের সঙ্গে যোগ দেয়নি)। মার্কাস স্টয়নিজ এখনও পুরোপুরি সুস্থ হয়ে ওঠেনি।’

রোহিত শর্মা চেয়েছিলেন প্রথমে বোলিং করতেই। এ কারণে তিনি বলেন, ‘এখানকার কন্ডিশন বোলারদের অনুকুলে। কিছুটা স্লোয়ার উইকেট। ম্যাচ যেতে যেতে বল কিছুটা টার্ন করবে। আমাদের সব কিছুই ঠিক আছে। শুধু দুর্ভাগ্যক্রমে শুভমান গিল এখনও পুরোপুরি সুস্থ হয়ে ওঠেনি। তার পরিবর্তে ইশান কিশান।’


অস্ট্রেলিয়া একাদশ

ডেভিড ওয়ার্নার, মিচেল মার্শ, স্টিভেন স্মিথ, মার্নাস লাবুশেন, গ্লেন ম্যাক্সওয়েল, অ্যালেক্স ক্যারে (উইকেটরক্ষক), ক্যামেরন গ্রিন, প্যাট কামিন্স (অধিনায়ক), মিচেল স্টার্ক, অ্যাডাম জাম্পা, জস হ্যাজলউড।

ভারতীয় একাদশ


রোহিত শর্মা (অধিনায়ক), ইশান কিশান, বিরাট কোহলি, স্রেয়াশ আয়ার, লোকেশ রাহুল (উইকেটরক্ষক), হার্দিক পান্ডিয়া, রবিন্দ্র জাদেজা, রবিচন্দ্রন অশ্বিন, জসপ্রিত বুমরাহ, কুলদিপ যাদব এবং মোহাম্মদ সিরাজ।


 


এইচকেআর
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন