ঢাকা শুক্রবার, ০৪ জুলাই ২০২৫

Motobad news
শিরোনাম
  • জুলাই সনদ ঘোষণার দাবিতে বরিশালে ইসলামী ছাত্র আন্দোলনের বিক্ষোভ  বরিশালে গণঅধিকার সভাপতি নুরসহ ২৫ জনের বিরুদ্ধে মামলা আমতলীতে বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি হলেন ছাত্রদল নেতা  সাবেক এমপি শম্ভুর জমি ক্রোক ‍ও ১৬ ব্যাংক হিসাব ফ্রিজ পটুয়াখালীতে ২৩ বছর পর জেলা বিএনপির সম্মেলন, স্নেহাংশু সভাপতি ও মজিবুর সম্পাদক সাগরে ৩ নম্বর সতর্কসংকেত, সপ্তাহজুড়ে থেমে থেমে বৃষ্টির পূর্বাভাস ভোলায় স্বামীকে নির্যাতনের পর গৃহবধূকে দলবদ্ধ ধর্ষণের মামলায় দুই আসামি  গ্রেফতার  বরিশালে গণসংহতি আন্দোলনের বিক্ষোভ সমাবেশ বামনায় ডেঙ্গু জ্বরের লক্ষণ প্রতিরোধ ও প্রতিকার বিষয়ক র‍্যালি  বরিশাল বিশ্ববিদ্যালয়ে ক্যারিয়ার কাউন্সেলিং ও মোটিভেশন বিষয়ক সেমিনার 
  • ব্যারেলপ্রতি ৯৩ ডলার ছাড়ালো তেলের দাম

    ব্যারেলপ্রতি ৯৩ ডলার ছাড়ালো তেলের দাম
    ছবি: সংগৃহীত 
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ইসরায়েল-গাজা সংঘাতের প্রভাবে দ্রুত বাড়ছে জ্বালানি তেলের দাম। শুক্রবার (২০ অক্টোবর) বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দাম বেড়েছে ব্যারেলপ্রতি এক ডলারেরও বেশি। এর ফলে টানা দুই সপ্তাহ বাড়তে চলেছে তেলের দাম।

    বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, শুক্রবার বাংলাদেশ সময় বিকেল ৫টার দিকে অপরিশোধিত তেলের আন্তর্জাতিক বেঞ্চমার্ক ব্রেন্টের দাম ছিল আগের সেশনের তুলনায় ১ দশমিক ২৩ মার্কিন ডলার বেশি। এসময় ব্যারেলপ্রতি ৯৩ দশমিক ৬১ ডলারে বিক্রি হচ্ছিল এই তেল।


    এছাড়া, যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েটের (ডব্লিউটিআই) দামও একই হারে, অর্থাৎ ১ দশমিক ২৩ ডলার বেড়ে ব্যারেলপ্রতি ৯০ দশমিক ৬০ ডলারে পৌঁছেছিল।

    কমার্জব্যাংকের বিশ্লেষকরা শুক্রবার এক নোটে লিখেছেন, গাজা উপত্যকায় ইসরায়েলি স্থল আক্রমণ শুরুর লক্ষণগুলো গতকাল থেকে তেলের দাম উল্লেখযোগ্যভাবে বাড়িয়ে দিচ্ছে। এক ব্যারেল ব্রেন্টের দাম এখন ৯৩ ডলার। যদিও এখন পর্যন্ত বাজারে সরবরাহ পরিস্থিতির কোনো পরিবর্তন হয়নি।


    তারা বলেছেন, যেহেতু বাজারে উল্লেখযোগ্যভাবে তেলের সরবরাহ কম, তাই এর দাম বাড়তিই থাকতে পারে।


    শীর্ষ উৎপাদক সৌদি আরব এবং রাশিয়া এ বছরের শেষ পর্যন্ত তেলের সরবরাহ কম রাখার ঘোষণা দিয়েছে। আরেক প্রধান উৎপাদক যুক্তরাষ্ট্রেও তেলের মজুত কমেছে।


    এসবের প্রভাবে বছরের চতুর্থ প্রান্তিকে বিশ্ববাজারে তেলের ঘাটতি আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। দাম বাড়ার ক্ষেত্রে এটিও বড় কারণ হয়ে উঠতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা।
     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ