ঢাকা শুক্রবার, ২২ অগাস্ট ২০২৫

Motobad news
শিরোনাম

ধর্ষণ মামলার সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার

ধর্ষণ মামলার সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

ঝালকাঠির রাজাপুরের ধর্ষণ মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি মিলন সিকদার (৩৯) গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র‌্যাব-৮।

সোমবার  (২৩ অক্টোবর ) সকালে  ঢাকার  সাভারের  বালিয়া বাজার মসজিদ মার্কেট এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার মিলন সিকদার রাজাপুর উপজেলার পুটিয়াখালি এলাকার আজাহার আলী সিকদারের ছেলে।

র‌্যাব-৮ এর উপ-প‌রিচালক মেজর মো.জাহাঙ্গীর আলম এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, মিলন সিকদার ধর্ষণ মামলার আসামি। মামলা হলে আদালত তাকে যাবজ্জীবন সাজা দেন। কিন্তু তিনি পলাতক ছিলেন। ২০০৯ সালে ১৯ আগষ্ট ঝালকাঠি  জেলার  রাজাপুর উপজেলার পুটিয়াখালি এলাকায় একটি ধর্ষণের ঘটনা ঘটে।পরে থানায়একটি ধর্ষণ মামলা হয়।

তিনি আরও জানান, মামলার পর থেকে পলাতক জীবন-যাপন করে আসছিলেন। বিচার প্রক্রিয়া শেষে  আদালত আসামি মিলন সিকদারকে যাবজ্জীবন সাজা দেন। পরে ঢাকা জেলার সাভার মডেল থানা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। পরবর্তীতে রাজাপুর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।


এইচকেআর
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

সর্বশেষ