ঢাকা সোমবার, ০৭ জুলাই ২০২৫

Motobad news

গাজায় যুদ্ধবিরতি শুরু , মুক্তি পাবে ১৩ জিম্মি

গাজায় যুদ্ধবিরতি শুরু , মুক্তি পাবে ১৩ জিম্মি
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

বহু প্রতীক্ষার পর অবশেষে ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় চারদিনের যুদ্ধবিরতি কার্যকর হতে যাচ্ছে। স্থানীয় সময় সকাল সাতটা থেকে এ বিরতি কার্যকর হবে বলে জানিয়েছে কাতার। 

শুক্রবার যুদ্ধবিরতির প্রথম দিনে হামাসের হাতে বন্দিদের মধ্যে ১৩ জন ইসরাইলি নারী ও শিশুকে মুক্তি দেওয়া হবে। খবর রয়টার্স’র।

কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাজেদ আল-আনসারি বলেন, শুক্রবার বিকেল চারটায় গাজা থেকে জিম্মিদের প্রথম দলটিকে মুক্তি দেওয়া হবে। মুক্তি পেতে যাওয়া বেসামরিক নাগরিকদের একটি তালিকা পাওয়া গেছে। জিম্মিমুক্তিতে নারী, শিশু ও বয়স্কদের অগ্রাধিকার দেওয়া হবে।

রয়টার্স জানিয়েছে, যুদ্ধবিরতির প্রথম দিনে হামাসের হাতে বন্দি ১৩ জন নারী ও শিশুকে প্রথম ধাপে মুক্তি দেওয়া হবে। এভাবে ধাপে ধাপে চারদিনের মধ্যে মোট ৫০ জিম্মিকে মুক্তি দেবে হামাস।

মাজেদ আল-আনসারি দোহায় সাংবাদিকদের বলেন, এই যুদ্ধবিরতির আওতায় গাজা উপত্যকার উত্তর ও দক্ষিণাঞ্চলও অন্তর্ভুক্ত থাকবে। চুক্তির অংশ হিসেবে ইসরাইলি কারাগার থেকে ফিলিস্তিনিদেরও মুক্তি দেওয়া হবে।

 


এমএন
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন