প্রীতি ম্যাচে সিঙ্গাপুরকে হারাল বাংলাদেশ
ফিফা আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে স্বাগতিক সিঙ্গাপুরকে ৩-০ গোলে হারিয়েছে বাংলাদেশ নারী ফুটবল দল। নিজেদের থেকে ফিফা র্যাঙ্কিংয়ে ১২ ধাপ এগিয়ে থাকা প্রতিপক্ষকে উড়িয়ে দিয়েছে সাবিনা-মারিয়া মান্দারা।
শুক্রবার (১ ডিসেম্বর) কমলাপুরের সিপাহি মোস্তফা কামাল স্টেডিয়ামে ফিফা আন্তর্জাতক প্রীতি ম্যাচে সিঙ্গাপুরকে ৩-০ ব্যবধানে জয় তুলে নিয়েছে স্বাগতিক বাংলাদেশ নারী ফুটবল দল। টাইগ্রেসদের হয়ে জোড়া গোল করেছেনে তহুরা খাতুন। এ ছাড়া বাকি গোলটি করেন আফিদা খাতুন।
ফিফা র্যাঙ্কিংয়ে এগিয়ে থাকা সিঙ্গাপুরকে নিজেদের ঘরের মাঠে পাত্তাই দিল না বাংলাদেশের মেয়েরা। শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল উপহার দিয়েছে স্বাগতিকরা। ম্যাচের দ্বিতীয় মিনিটে এগিয়ে যায় বাংলাদেশ। আফিদা খাতুন স্বাগতিকদের হয়ে গোলটি করেন। ম্যাচের ১৫ মিনিটে ২-০ গোলের লিড পায় বাংলাদেশ। মারিয়া মান্দার পাস থেকে গোল করেন তহুরা খাতুন। জোড়া গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় বাংলাদেশ।
দ্বিতীয়ার্ধেও আক্রমণের ঝড় তোলে বাংলাদেশের মেয়েরা। ৫৯ মিনিটে ৩-০ গোলের লিড নেয় স্বাগতিকরা। মাসুরা পারভিনের দুর্দান্ত অ্যাসিস্টে স্কোর করেন সেই তহুরা। ম্যাচের বাকিটা সময়ে গোলের দেখা পায়নি দুদল। ফলে বড় জয় নিয়েই মাঠ ছাড়ে বাংলাদেশের মেয়েরা। দীর্ঘ ৬ বছরের ব্যবধানে সিঙ্গাপুরের বিপক্ষে হারের প্রতিশোধ নিল তহুরা-মারিয়া মান্দারা।
এইচকেআর