ঢাকা বুধবার, ২৩ জুলাই ২০২৫

Motobad news

বিটিআরসি’র নতুন চেয়ারম্যান মহিউদ্দিন আহমেদ

বিটিআরসি’র নতুন চেয়ারম্যান মহিউদ্দিন আহমেদ
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রক সংস্থা বিটিআরসি’র ভাইস চেয়ারম্যান থেকে চেয়ারম্যান হিসেবে নতুন নিয়োগ পেলেন প্রকৌশলী মো. মহিউদ্দিন আহমেদ। সদ্য বিদায়ী চেয়ারম্যান শ্যাম সুন্দর সিকদারের মেয়াদ পূর্তীর স্থালাভিষিক্ত হচ্ছেন তিনি।

রাষ্ট্রপতির আদেশক্রমে ১১ নভেম্বর এই নিয়োগ পত্র ইস্যু করেছেন যুগ্মসচিব ড. আশরাফুল আলম।

নিয়োগ চুক্তি অনুযায়ী, বাংলাদেশ টেলিযোগাযোগ আইন ২০০১ এর ৭ ও ৯ নং ধারা অনুযায়ী প্রকৌশলী মোঃ মহিউদ্দিন আহমেদ আগামী ১৪ ডিসেম্বর থেকে প্রকৌশলী মহিউদ্দিন আহমেদ নতুন দায়িত্ব গ্রহণ করবেন। দায়িত্ব পালন করবেন ২০২৫ সালের ২৯ মে পর্যন্ত।

মোঃ মহিউদ্দিন আহমেদ ২০২২ সালের নভেম্বর বিটিআরসি’র ভাইস প্রেসিডেন্ট পদে নিয়োগ পান। এর আগে তিনি নিয়ন্ত্রণ সংস্থাটির ইঞ্জিনিয়ারিং অ্যান্ড অপারেশন্স বিভাগের কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন। বিটিআরসির বর্তমান চেয়ারম্যান শ্যাম সুন্দর সিকদার ২০২২ সালের ১ নেভম্বর গুণী এই প্রকৌশলীকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে ভাইস চেয়ারম্যান হিসেবে বরণ করে নিয়েছিলেন।

প্রসঙ্গত, প্রকৌশলী ২০১৯ সালের ৩০ মে বিটিআরসিতে ইঞ্জিনিয়ায়ারিং অ্যান্ড অপারেশন্স বিভাগের কমিশনার হিসেবে যোগ দিয়েছিলেন এ প্রকৌশলী। তিনি বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় হতে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক। ব্যবসা প্রশাসনে স্নাতকোত্তর (এমবিএ) ডিগ্রিও নিয়েছেন তিনি। দীর্ঘদিন বিদেশে বহুজাতিক প্রতিষ্ঠানের কর্ম অভিজ্ঞতাও রয়েছে তার।


এইচকেআর
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন