পটুয়াখালীতে শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ


পটুয়াখালী- ১ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ এ,বি,এম,রুহুল আমিন হাওলাদারের উদ্যােগে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে।
২৪ জানুয়ারি বুধবার বিকেলে পটুয়াখালীর দক্ষিণ সবুজবাগ পার্ক থেকে এ শীত বস্ত্র কম্বল বিতরণ করা হয়।
এসময় পটুয়াখালী জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ কাজী আলমগীরের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা ভিপি আবদুল মান্নান'র সঞ্চালনায় বক্তব্য রাখেন এমপি এ বি এম রুহুল আমিন হাওলাদার।
এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন পটুয়াখালী জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মুক্তিযোদ্ধা শাহজাহানখান, যুগ্ন-সাধারণ সম্পাদক ও পটুয়াখালী সদর উপজেলা চেয়ারম্যান এ্যাডভোকেট গোলাম সরোয়ার, সাংগঠনিক সম্পাদক ডা. মো. শফিকুল ইসলাম, দপ্তর সম্পাদক এ্যাডভোকেট হারুন অর রশিদ, কোষাধ্যক্ষ গাজী হাফিজুর রহমান সবীর, জাতীয় পার্টির কেন্দ্রীয় নেতা মো. মিজানুর রহমান দুলাল, দুমকী উপজেলা জাতীয় পার্টির সভাপতি এ্যাডভোকেট আল মামুন, পটুয়াখালী জেলা ছাত্রলীগের সভাপতি মো. সাইফুল ইসলাম, সাবেক সভাপতি মো. হাসান সিকদার সহ জাতীয় পার্টির নেতৃবৃন্দ।
এইচকেআর
