বরিশালে সদ্য কারামুক্ত বিএনপি নেতাদের সংবর্ধনা

বরিশালে সদ্য কারামুক্ত বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় এবং তাদের ফুল দিয়ে সংবর্ধিত করেছেন দক্ষিণ জেলা বিএনপির সাবেক ও বর্তমান নেতারা। শুক্রবার নগরীর পশ্চিম কাউনিয়ায় তাদের সংবর্ধনা জানানো হয়।
জেলা (দক্ষিণ) বিএনপির সাবেক দপ্তর সম্পাদক মোস্তাফিজুর রহমান গোলাপের সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে দক্ষিণ জেলা বিএনপি সাবেক সদস্য সচিব আকতার হোসেন মেবুল, জেলা বিএনপির সদস্য সামসুল আলম ফকির ও কোতয়ালী বিএনপি সদস্য মাহমুদুল হাসান রনিসহ অন্যান্যরা বক্তব্য রাখেন।
অনুষ্ঠানে সদ্য কারামুক্ত কোতয়ালী ছাত্রদলের আহবায়ক আব্দুল কাদের, সদস্য সচিব আল-আমিন মৃধা ও যুগ্ম আহবায়ক মো. সেজান মাহমুদ, সদর উপজেলার শায়েস্তাবাদ ইউনিয়ন ছাত্রদলের সভাপতি নাঈম হোসেন, বিএম কলেজ ছাত্রদল যুগ্ম আহবায়ক সাহেদ খান শামীম, বাকেরগঞ্জ উপজেলা জিয়া পরিষদের আহবায়ক মো. নাছির উদ্দিন খান, জেলা ছাত্রদলের সহসাংগঠনিক সম্পাদক রাকিব হাসান রুবেল, প্রজন্ম দলের সভাপতি ফারহান ফেরদৌস ও বাবুগঞ্জ উপজেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক নিয়াজ মোরশেদসহ সদ্য কারামুক্ত নেতাকর্মীদের ফুল দিয়ে বরন করেন জেলা বিএনপি’র সাবেক ও বর্তমান নেতৃবৃন্দ।
এইচকেআর