ঢাকা মঙ্গলবার, ০৯ ডিসেম্বর ২০২৫

Motobad news

বরিশাল প্রেসক্লাব সভাপতির সুস্থতা কামনায় দোয়া মোনাজাত

বরিশাল প্রেসক্লাব সভাপতির সুস্থতা কামনায় দোয়া মোনাজাত
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

শহীদ আব্দুর রব সেরনিয়াবাত বরিশাল প্রেসক্লাবের সভাপতি কাজী নাসির উদ্দিন বাবুলের সুস্থতা কামনায় দোয়া-মোনাজাতে অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বেলা ১১টায় বরিশাল প্রেসক্লাবের উদ্যোগে ক্লাবের হলরুমে এই দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়।

দোয়া মোনাজাত অনুষ্ঠানে প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এসএম জাকির হোসেন, জ্যেষ্ঠ সদস্য নুরুল আলম ফরিদ, কাজী মফিজুল ইসলাম, জ্যেষ্ঠ সাংবাদিক মুরাদ আহমেদ, বীরেন সমাদ্দার, জাকির হোসেন, জিয়া শাহিন, এম মিরাজ হোসাইন, কোষাধ্যক্ষ সুখেন্দু এদবর, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক কেএম নয়ন, সদস্য খান রফিক, নাসির উদ্দিন, মোহন দেওয়ান প্রমুখ উপস্থিত ছিলেন।

এসময় চিকিৎসাধীন বরিশাল প্রেসক্লাবের সভাপতি কাজী নাসির উদ্দিন বাবুলের সুস্থতা কামনা করে দোয়া করা হয়।

উল্লেখ্য, বরিশাল প্রেসক্লাবের সভাপতি কাজী নাসির উদ্দিন বাবুল গুরুতর অসুস্থ। তিনি ঢাকার একটি বেসরকারি কিডনি এন্ড কার্ডিয়াক হাসপাতালের আইসিইউতে নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন।


এইচকেআর
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন