চরকাউয়া ইউনিয়নকে শহর বানিয়ে দিয়েছে সরকার: খান মামুন

মহানগর যুবলীগের যুগ্ন আহবায়ক মাহমুদুল হক খান মামুন বলেছেন, বরিশাল সদর উপজেলাধীন ৭নম্বর চরকাউয়া ইউনিয়ন ছিল চরাঞ্চল। সরকার ক্ষমতা আসার সাথে সাথে এই ইউনিয়নকে একটি শহরের রূপান্তর করেছেন।
এখানে রয়েছে বরিশাল বিশ্ববিদ্যালয়, মেরিন একাডেমী, নভোথিয়েটার প্রস্তাবিত স্টেডিয়াম, সার গোডাউন, এমনকি দবদবিয়া সেতু এই ইউনিয়নের অন্তর্গত ভবিষ্যতে বর্তমান সরকারের আরো উন্নয়নের পরিকল্পনা রয়েছে এই ইউনিয়নকে নিয়ে।
শুক্রবার বেলা ১১টায় ৭নম্বর চরকাউয়া ইউনিয়নে শহীদ মজিদপুর গ্রামে আব্দুল কাদের খান সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক সাখাওয়াত হোসেনের অবসরজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
বিদ্যালয়ের সহকারী শিক্ষক আবু জাফর সালেহ পরিচালনায় ও শহীদ মজিদপুর গ্রামের আব্দুল কাদের খান সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা আলহাজ আব্দুল কাদের খানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, আওয়ামী লীগ নেতা মহিউদ্দিন বাবুল।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, আব্দুল কাদের খান সরকারি প্রাথমিক বিদ্যালয় সভাপতি প্রকৌশলী রেসাদ ফয়সাল খান আলভী, বরিশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের নাজির কামরুল খন্দকার, সহকারী শিক্ষক ইব্রাহিম, সাবেক শিক্ষার্থী তানভীর খান, তোফাজ্জল হোসেন চৌধুরী, প্রধান শিক্ষক আব্দুর রাজ্জাক মুন্সী, বীর মুক্তিযোদ্ধা ইউসুফ আলী চৌধুরী, আওয়ামী লীগ নেতা রাজা মাহবুব আলম। পরে বিদায়ী শিক্ষকদের ক্রেস্ট প্রদান করা হয়।
এইচকেআর