ঢাকা মঙ্গলবার, ০৯ ডিসেম্বর ২০২৫

Motobad news

বরিশালে নতুন শিক্ষা কারিকুলাম নিয়ে ইউজিভির উদ্যোগে সেমিনার 

 বরিশালে নতুন শিক্ষা কারিকুলাম নিয়ে ইউজিভির উদ্যোগে সেমিনার 
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

নতুন শিক্ষা কারিকুলাম নিয়ে বরিশালে  ইউনিভার্সিটি অব গ্লোবাল ভিলেজ (ইউজিভি) এর উদ্যোগে সেমিনার অনুষ্ঠিত হয়েছে।  শনিবার সকাল ১০ টায় নগরীর সিএন্ডবি রোডে বিশ্ববিদ্যালয়ের নিজস্ব ক্যাম্পাসের হল রুমে এ সেমিনার অনুষ্ঠিত হয়। 

সেমিনারে ফিজিক্স ও অ্যাস্ট্রোনমি বিভাগের অধ্যাপক ইউজিভি’র পরীক্ষা নিয়ন্ত্রক ড. মোহাম্মদ ফরিদ আহমেদ নতুন শিক্ষা কারিকুলাম নিয়ে মূল প্রবন্ধ উপস্থাপন করেন।

ইউনিভার্সিটি অব গ্লোবাল ভিলেজের উপাচার্য প্রফেসর ড. আবদুল বাকী’র সভাপতিত্বে সেমিনারে প্রধান আলোচক মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর ইউনুস আলী সিদ্দিকী বলেন, বর্তমানে প্রযুক্তি অনেক এগিয়ে গেছে। 

সে হিসেবে তো আমাদের শিক্ষা ব্যবস্থাতেও একটা পরিবর্তন আনতে হবে। আমাদের গতানুগতিক শিক্ষা ব্যবস্থা থেকে বেরিয়ে এসে আমাদের নতুন করে চ্যালেঞ্জ নিতে হচ্ছে। তবে অনেকে বাস্তবতার কথা বলছেন। আমাদের কাউকে না কাউকে তো শুরু করতে হবে। আমরা সবকিছু ম্যানেজ করে, সব আয়োজন সম্পন্ন করে যদি শুরু করি তাহলে তো আরও অনেকদিন অপেক্ষা করতে হবে। 

সেজন্যই আমাদের এ শিক্ষাক্রম বাস্তবায়ন এখনই দরকার। শিক্ষাক্রম বাস্তবায়ন করতে গিয়ে আমাদের সামনে অনেক চ্যালেঞ্জ রয়েছে। এটা বাস্তবায়ন করতে অনেক সময় লাগবে। আমাদের সে সময়টা দিতে হবে। তবে শুরু তো করতে হবে, বর্তমান শিক্ষাক্রমে সেই শুরুটা হয়ে গেছে।প্রধান অতিথির বক্তৃতায় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মনদীপ ঘরাই বলেন, বর্তমান শিক্ষাক্রমে প্রযুক্তির ব্যবহারের পাশাপাশি শিক্ষার্থীদের শেখার সক্ষমতা বৃদ্ধি হয়েছে। এই শিক্ষাক্রমে শিক্ষার্থীরা ভবিষ্যতের উচ্চশিক্ষার সঙ্গে সহজেই একাত্ম হতে পারবে। কারণ পরিবর্তন সব জায়গাতেই হবে। বরং বর্তমান শিক্ষাক্রমে প্রযুুক্তির ব্যবহার, শিক্ষার্থীদের নিজে নিজে শেখার সক্ষমতা বৃদ্ধি ইত্যাদির প্রয়োগ বেশি হয়েছে। আর বাঙালিরা জন্মগতভাবেই মেধাবী বলে আমি মনে করি। 

বর্তমান শিক্ষাক্রম উন্নত দেশের অভিজ্ঞতার আলোকে প্রণয়ন করা হয়েছে উল্লেখ করে তিনি বলেন, শিক্ষাক্রমের যে পদ্ধতিগুলো নেয়া হয়েছে, তা উন্নত দেশ থেকেই নেয়া হয়েছে। অবশ্যই এই পদ্ধতি আধুনিক ও যুগোপযোগী, তাতে কোন সন্দেহ নেই। 

তবে আমরা কতটা প্রস্তুত, কিংবা এর সঙ্গে কতটা অভিযোজন করতে পারবো। আমাদের শিক্ষা অবকাঠামোর যে প্রস্তুতি রয়েছে এক্ষেত্রে আমাদের উন্নয়নের ব্যাপারে গতি বাড়াবে কার্যক্রম। আমি মনে করি না যে, এ শিক্ষাক্রমে আমাদের কোন ক্ষতি হবে। এটা আধুনিক ব্যবস্থা। আমরা যদি সামনের দিকে এগোতে চাই, এটা তারই একটা অংশ।

ইউনিভার্সিটি অব গ্লোবাল ভিলেজের সহকারি রেজিস্টার (একাডেমি) মেহেদি হাসান শুভ’র সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন  ইউনিভার্সিটি অব গ্লোবাল ভিলেজের বোর্ড অব ট্রাস্টিজ এর চেয়ারম্যান ড. ইমরান চৌধুরী, ইউজিভি এর নবনিযুক্ত ট্রেজারার প্রফেসর ড. রাবেয়া বেগম, অধ্যাপক মো. আক্তারুজ্জামান খান, বরিশাল শিক্ষাবোর্ডের কলেজ পরিদর্শক ড. মো. লিয়াকত হোসেন, মাধ্যমিক ও উচ্চশিক্ষা বরিশাল অঞ্চলের সহকারী পরিচালক (কলেজ) ড. শামীম আহসান।
 


এইচকেআর
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন