ঢাকা মঙ্গলবার, ০৯ ডিসেম্বর ২০২৫

Motobad news
বরিশাল মেট্রোপলিটন কমিউনিটি পুলিশিং ফোরাম ব্যাডমিন্টন টুর্নামেন্ট উদ্বোধন

জনগণকে নিয়ে পুলিশিং কার্যক্রম আরো সহজ করা আমার উদ্দেশ্য- বিএমপি কমিশনার

জনগণকে নিয়ে পুলিশিং কার্যক্রম আরো সহজ করা আমার উদ্দেশ্য- বিএমপি কমিশনার
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

বরিশাল মেট্রোপলিটন এলাকায় পুলিশ ও জনতার মধ্যে মেলবন্ধন সৃষ্টি করতে বরিশালে শুরু হলো কমিউনিটি পুলিশিং ব্যাডমিন্টন টুর্নামেন্ট। বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিউনিটি পুলিশিং কেন্দ্রীয় ফোরামের সহযোগিতায় মহানগরীর চারটি থানা এলাকায় পৃথকভাবে এই টুর্নামেন্টের আয়োজন করা হয়।


শনিবার সন্ধ্যায় নগরীর শহীদ আব্দুর রব সেরনিয়াবাত আউটার স্টেমিয়ামে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ টুর্নামেন্ট উদ্বোধন করেন বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনার জিহাদুল কবির। সভাপতিত্ব করেন কমিটিউনিটি পুলিশিং বরিশাল মেট্রোপলিটন পুলিশ, কেন্দ্রীয় ফোরামের সভাপতি স.ম ইমানুল হাকিম।


প্রধান অতিথির বক্তব্যে বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনার জিহাদুল কবির বলেন, ‘আমার উদ্দেশ্য হচ্ছে, এই কমিউনিটি পুলিশিংয়ের মাধ্যমে জনগণকে সম্পৃক্ত করে আমার পুলিশিং কার্যক্রমটাকে সহজতর করা। আমি বিশ্বাস করি এই টুর্নামেন্টের সাথে যেসকল খেলোয়াড় জড়িত হবে তারা প্রত্যেকেই একজন সৈনিক হিসেবে মাদক, ইভটিজিং এবং সন্ত্রাসের বিরুদ্ধে কাজ করবে। তাদের 

সহযোগিতায় আমরা আমাদের মেট্রোপলিটন এলাকার আইন-শৃঙ্খলা পরিস্থিতি অনেক ভালো রাখবো। এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত এবং বক্তব্য রাখেন- বরিশাল মেট্রোপলিটন পুলিশের দক্ষিণ বিভাগের উপ-পুলিশ কমিশনার ও ব্যাডমিন্টন টুর্নামেন্ট আয়োজক কমিটির আহ্বায়ক আলী আশরাফ ভূঁইয়া, উপ-পুলিশ কমিশনার জাকির হোসেন, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার ফজলুল করিম, বরিশাল মেট্রোপলিটন কমিউনিটি পুলিশিং কেন্দ্রীয় ফোরামের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা মহিউদ্দিন মানিক- বীর প্রতীক, বীর মুক্তিযোদ্ধা এএমজি কবির ভুলু, কেন্দ্রীয় ফোরামের সাধারণ সম্পাদক ও শহীদ আব্দুর রব সেরনিয়াবাত বরিশাল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এসএম জাকির হোসেন, জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি লস্কর নুরুল হক প্রমুখ।

এর আগে নগরীর কাউনিয়া থানা এলাকায় বরিশাল মেট্রোপলিটন কমিউনিটি পুলিশিং কাউনিয়া থানা ফোরামের সহযোগিতায় ব্যাডমিন্টন টুর্নামেন্টের আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন কমিউনিটি পুলিশিং কাউনিয়া থানা ফোরামের সভাপতি সাইদুর রহমান রিন্টু।

উল্লেখ্য, মহানগরীর ৪টি থানা এলাকার পৃথক পৃথক ভেন্যুতে অনুষ্ঠিত এ টুর্নামেন্ট অনুষ্ঠিত হবে। এ টুর্নামেন্টে বরিশাল মেট্রোপলিটন পুলিশের আওতাধীন সিটি করপোরেশনের ৩০টি ওয়ার্ড এবং সদর উপজেলা ও বাবুগঞ্জ উপজেলার ১২টি ইউনিয়ন থেকে মোট ১৪৩টি দল অংশগ্রহণ করবে।

এর মধ্যে কোতয়ালী মডেল থানা এলাকা থেকে ৩৮টি, বন্দর থানা এলাকা থেকে ৩৬টি, কাউনিয়া থানা এলাকা থেকে ২৪টি এবং এয়ারপোর্ট থানা এলাকা থেকে ৪৫টি। বাছাই পর্বের খেলা শেষে থানা পর্যায়ের টিম সেমিফাইনাল এবং ফাইনাল খেলায় অংশগ্রহণ করবে।
 

 


এইচকেআর
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন