বিসিক উদ্যোক্তা মেলার সমাপনী ও পুরস্কার বিতরণ

বরিশালে বিসিক উদ্যোক্তা মেলার সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। রোববার সন্ধ্যায় মেলার সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক শহিদুল ইসলাম।
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মনদীপ ঘরাইয়ের সভাপতিত্বে সমাপনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, বিসিক শিল্প মালিক সমিতির সভাপতি ও ফরচুন সুজ লিমিটেডের চেয়ারম্যান মিজানুর রহমান, বিসিকের উপ-মহাব্যবস্থাপক নজরুল ইসলাম, চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সহ-সভাপতি আমিনুর রহমান খান এবং ব জাতীয় ক্ষুদ্র ও কুটির শিল্প সমিতি (নাসিব) এর সহ সভাপতি আখতার হোসেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি জেলা প্রশাসক শহিদুল ইসলাম বলেন, এবারের মেলার মধ্য দিয়ে বিসিকের সুবিধাভোগী উদ্যোক্তা ও ব্যবসায়ীদের সাথে ভোক্তাদের পরিচয় করিয়ে দেয়া হয়েছে।
তিনি দক্ষিণাঞ্চলের যোগাযোগ, অবকাঠামো ও বিদ্যুৎখাতের উন্নয়ন এবং উদ্যোক্তাদের জন্য সরকারের প্রদত্ত সুযোগ-সুবিধার প্রসঙ্গ উল্লেখ করেন এবং ব্যবসায়ীদেরকে বরিশালের শিল্পায়ন ও কর্মসংস্থান বৃদ্ধিতে বিনিয়োগ করার আহ্বান জানান। পাশাপাশি তিনি এ জাতীয় মেলা ভবিষ্যতেও আয়োজনের আশাবাদ ব্যক্ত করেন।
মেলা আয়োজকদের সূত্রে জানা যায়, দশদিনব্যাপী বিসিক উদ্যোক্তা মেলায় পণ্য বেচা-কেনা হয়েছে প্রায় ৮১ লাখ টাকারও বেশি পণ্য বেচাকেনা হয়েছে। পাশাপাশি মেলায় আগত ক্রেতাদের কাছ থেকে অংশগ্রহণকারী উদ্যোক্তারা আরও প্রায় ৪০ লাখ টাকার পণ্যের অর্ডার পেয়েছেন।
উল্লেখ্য, বরিশাল নগরীর বঙ্গবন্ধু উদ্যানে জেলা প্রশাসন ও বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প কর্পোরেশন (বিসিক) আয়োজিত বিসিক উদ্যোক্তা মেলা গত ৯ ফেব্রুয়ারি থেকে শুরু হয়। মেলায় অংশ নেয় ১৭টি প্রতিষ্ঠানসহ মোট ৬২টি স্টল, যার মধ্যে অধিকাংশেরই স্বত্বাধিকারী ছিলেন, নারী উদ্যোক্তারা।
এইচকেআর