ঢাকা রবিবার, ০৭ ডিসেম্বর ২০২৫

Motobad news

চরমোনাই বাৎসরিক মাহফিল উপলক্ষে আইনশৃঙ্খলা সংক্রান্ত সমন্বয় সভা

চরমোনাই বাৎসরিক মাহফিল উপলক্ষে আইনশৃঙ্খলা সংক্রান্ত সমন্বয় সভা
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

আসন্ন চরমোনাই বাৎসরিক মাহফিল উপলক্ষে আইনশৃঙ্খলা সংক্রান্ত সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৯ ফেব্রুয়ারি) বেলা ১১ টায় বরিশাল মেট্রোপলিটন পুলিশের সদর দপ্তর সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

চরমোনাই বাৎসরিক মাহফিল আগামী ২৮ ফেব্রুয়ারি থেকে ২ মার্চ পর্যন্ত আহ্ছানাবাদ রশীদিয়া কামিল মাদ্রাসা প্রাঙ্গণে অনুষ্ঠিত হতে যাচ্ছে।

পুলিশ কমিশনার জিহাদুল কবিরের সভাপতিত্বে সভায় চরমোনাই মাহফিল কমিটির প্রতিনিধি, র‍্যাব- ৮ এর প্রতিনিধি, জেলা পুলিশ প্রতিনিধি, এনএসআই ও ডিজিএফআই প্রতিনিধি, ফায়ার সার্ভিস প্রতিনিধি, নৌ পুলিশ প্রতিনিধি, সিভিল সার্জন প্রতিনিধি, জেলা প্রশাসনের প্রতিনিধি, পিডিবি প্রতিনিধিসহ সংশ্লিষ্ট সকল দপ্তরের প্রতিনিধিগণ অংশগ্রহণ করেন।

এ সময় সার্বিক নিরাপত্তা ব্যবস্থা, আইন-শৃঙ্খলা পরিস্থিতি, যাতায়াত ব্যবস্থা, নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ, নাইট ভিশন সিসি ক্যামেরা স্থাপন, ভ্রাম্যমান আদালত পরিচালনা, স্বেচ্ছাসেবী দলসহ সম্ভাব্য সকল বিষয়ে আলোচনা পূর্বক পুলিশ কমিশনার সংশ্লিষ্ট সকলকে প্রয়োজনীয় দিক-নির্দেশনা প্রদান করেন।

এ সময়  উপস্থিত ছিলেন, উপ-পুলিশ কমিশনার (সদর দপ্তর) মােহাম্মদ নজরুল হােসেন, উপ-পুলিশ কমিশনার (সিএসবি) মােহাম্মদ জাকির হােসেন মজুমদার, উপ পুলিশ কমিশনার (দক্ষিণ) মাে. আলী আশরাফ ভূঞা,  উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক) এসএম তানভীর আরাফাত, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) ফজলুল করিম, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (ক্রাইম, অপারেশনস এন্ড প্রসিকিউশন) মো. আব্দুল ওয়ারেস, সহকারী পুলিশ কমিশনার (স্টাফ অফিসার টু পুলিশ কমিশনার) প্রণয় রায়সহ বিএমপির ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।


এইচকেআর
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন