ঢাকা শনিবার, ০৯ নভেম্বর ২০২৪

Motobad news

বিএমপি’র চলমান উন্নয়ন প্রকল্পের অগ্রগতি পর্যালোচনা সভা 

বিএমপি’র চলমান উন্নয়ন প্রকল্পের অগ্রগতি পর্যালোচনা সভা 
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

বরিশাল মেট্রোপলিটন পুলিশের চলমান উন্নয়ন প্রকল্পসমূহের অগ্রগতি নিয়ে পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বেলা ১১ টায় বিএমপি সদরদপ্তর সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন পুলিশ কমিশনার জিহাদুল কবির। 

সহকারী পুলিশ কমিশনার স্টাফ অফিসার প্রণয় রায়ের সঞ্চালনায় সভায় আরো উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ  কমিশনার শওকত আলী, উপ-পুলিশ কমিশনার নজরুল হোসেন, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার আব্দুল ওয়ারেস,  অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার এস এম কামরুজ্জান সহ প্রকল্প পরিচালক, সংশ্লিষ্ট ঠিকাদারি প্রতিষ্ঠান ও প্রকৌশলী।

সভায় পুলিশ কমিশনার জিহাদুল কবির বরিশাল মেট্রোপলিটন পুলিশের  চলমান উন্নয়ন প্রকল্পসমূহের কাজের সর্বশেষ অগ্রগতি নিয়ে প্রকল্প পরিচালক, সংশ্লিষ্ট ঠিকাদারি প্রতিষ্ঠান, প্রকৌশলীদের সাথে আলোচনা করে প্রতিটি কাজের সিডিউল মোতাবেক গুনগত মান ঠিক রেখে সুনির্দিষ্ট সময়ের মধ্যে কাজ সম্পন্ন করে হস্তান্তরের জন্য নির্দেশ প্রদান করেন। 


এইচকেআর
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন