ঢাকা রবিবার, ০৬ জুলাই ২০২৫

Motobad news

কলাপাড়ায় ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ গ্রেফতার ৩

কলাপাড়ায় ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ গ্রেফতার ৩
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

পটুয়াখালীর কলাপাড়ায় ডাকাতির প্রস্তুতিকালে তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল শুক্রবার দিনগত রাত দেড়টার দিকে উপজেলার টিয়াখালী ইউনিয়নের নাচনাপাড়া গ্রাম থেকে তাদের গ্রেফতার করা হয়।

এ সময় একটি রামদা, একটি চাপাতি, একটি ড্যাগার, একটি লোহার শাবল, হ্যাসকো ব্লেডসহ ইঞ্জিনচালিত একটি কাঠের নৌকা উদ্ধার করা হয়।

আটকরা হলেন, জামাল আকন (৪৫), শানু হাওলাদার (৬০) ও হানিফ হাওলাদার (৪৯)। এদের মধ্যে জামাল আকনের বাড়ি কলাপাড়ার চাকামইয়া ইউনিয়নের চুঙ্গাপাশা গ্রামে। শানু হাওলাদার ও হানিফ হাওলাদারের বাড়ি পটুয়াখালীর লাউকাঠি গ্রামে। এ ঘটনায় কলাপাড়া থানায় একটি মামলা হয়েছে।

কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী আহম্মেদ জানান, আসামিরা সবাই পেশাদার ডাকাত। তারা আন্তঃজেলা ডাকাতদলের সক্রিয় সদস্য।
 


এইচকেআর
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন