ভারতের বিপক্ষে টস জিতে ফিল্ডিং নিলো বাংলাদেশ
সুপার এইটে নিজেদের প্রথম ম্যাচে অস্ট্রেলিয়ার কাছে হেরে গেছে বাংলাদেশ। আজ ভারতের বিপক্ষে বাঁচামরার ম্যাচ খেলতে নেমেছে নাজমুল হোসেন শান্তর দল। এই ম্যাচ হারলে আসর থেকে বিদায় নিশ্চিত হয়ে যাবে বাংলাদেশের।
টুর্নামেন্টে নিজেদের অস্তিত্ব টিকিয়ে রাখার লড়াইয়ে এই ম্যাচে টসভাগ্য হয়েছে বাংলাদেশের। টস জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। ব্যাট করার আমন্ত্রণ জানিয়েছেন ভারতীয় অধিনায়ক রোহিত শর্মাকে।
কেন ফিল্ডিং নিয়েছেন, তার কারণ হিসেবে শান্ত বলেন, ‘তাদেরকে কম রানের মধ্যে সীমাবদ্ধ রাখতে চাই এবং সেটি তাড়া করে আমরা ম্যাচটি জিততে চাই। আমরা কন্ডিশন সম্পর্কে জানি। বাতাসের একটি বিষয় আমাদের মাথায় আছে। আশা করি, আমরা ভালো করতে পারবো। উইকেট ভালো। ১৫০-১৬০ ভালো স্কোর বলে মনে করি।’
এইচকেআর