ঢাকা রবিবার, ০৮ সেপ্টেম্বর ২০২৪

Motobad news
বিশ্বকাপের ফাইনাল

শুরুতেই তিন উইকেট হারিয়ে বিপদে ভারত

শুরুতেই তিন উইকেট হারিয়ে বিপদে ভারত
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

কে জিতবে বিশ্বকাপ? কোটি টাকার এই প্রশ্নের জবাব মিলবে ম্যাচের পর। তার আগেই টস জিতে ব্যাট করতে নামা ভারতকে শুরুতে চেপে ধরেছে দক্ষিণ আফ্রিকান বোলাররা। বিশেষ করে কেশভ মাহারাজ। বল করতে এসেই দুই উইকেট তুলে নিলেন তিনি। ফিরিয়ে দিলেন রোহিত শর্মা এবং রিশাভ পান্তকে।

প্রথম ওভারে মার্কো ইয়ানসেনকে পরপর দুটি এবং মোট তিনটি বাউন্ডারি মারেন বিরাট কোহলি। দ্বিতীয় ওভার করতে আসেন কেশভ মাহারাজ। এসেই পরপর দুটি বাউন্ডারি হজম করেন রোহিত শর্মার কাছ থেকে। তৃতীয় বল ডট এবং চতুর্থ বলেই হেনরিক ক্লাসেনের হাতে ক্যাচ দেন রোহিত শর্মা।

৫ বলে ৯ রান করে বিদায় নিলেন পুরো টুর্নামেন্টে দুর্দান্ত খেলা রোহিত শর্মা। ব্যাট করতে নামেন রিশাভ পান্ত। একই ওভারের শেষ বলে মাহারাজের বল বুঝতেই পারেননি পান্ত। ব্যাটের উপরের অংশে লেগে বল উঠে যায়। অনায়াসেই ক্যাচটা ধরে নেন কুইন্টন ডি কক। ২৩ রানে পড়ে দ্বিতীয় উইকেট।

৩৪ রানের মাথায় কাগিসো রাবাদার বলে ছক্কা মারতে গিয়ে বাউন্ডারি লাইনে হেনরিক ক্লাসেনের হাতে ক্যাচ দিয়ে ফিরে গেলেন সূর্যকুমার যাদবও। ৪ বলে ৩ রান করেন তিনি। 

এ রিপোর্ট লেখার সময় দক্ষিণ আফ্রিকার রান ৪.৪ ওভারে ৩ উইকেট হারিয়ে ৩৮। ২২ রানে বিরাট কোহলি এবং ৪ রান নিয়ে ব্যাট করছেন অক্ষর প্যাটেল।

ভারত একাদশ

রোহিত শর্মা (অধিনায়ক), বিরাট কোহলি, রিশাভ পান্ত (উইকেটরক্ষক), সূর্যকুমার যাদব, শিবাম দুবে, হার্দিক পান্ডিয়া, অক্ষর প্যাটেল, রবিন্দ্র জাদেজা, আশদিপ সিং, কুলদিপ যাদব, জসপ্রিত বুমরাহ।

দক্ষিণ আফ্রিকা একাদশ

কুইন্টন ডি কক (উইকেটরক্ষক), রিজা হেন্ডরিক্স, এইডেন মারক্রাম (অধিনায়ক), হেনরিক ক্লাসেন, ডেভিড মিলার, ত্রিস্টান স্টাবস, মার্কো ইয়ানসেন, কেশভ মাহারাজ, কাগিসো রাবাদা, অ্যানরিখ নরকিয়া, তাবরিজ শামসি।


এইচকেআর
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন