ঢাকা শনিবার, ২৩ অগাস্ট ২০২৫

Motobad news

শ্রীলঙ্কা সফরের জন্য ২১ সদস্যের দল ঘোষণা বিসিবি'র

শ্রীলঙ্কা সফরের জন্য ২১ সদস্যের দল ঘোষণা বিসিবি'র
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

শ্রীলঙ্কা সফরে দুই টেস্টের জন্য ২১ সদস্যের প্রাথমিক দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। এই সিরিজ খেলতে আগামী ১২ এপ্রিল বাংলাদেশ দল শ্রীলঙ্কার উদ্দেশে রওনা হবে। শুক্রবার (৯ এপ্রিল) এক প্রেস বিজ্ঞপ্তিতে ২১ জনের দল বাছাইয়ের খবর নিশ্চিত করে বিসিবি। দলে নতুন মুখ তিনজন। তারা হলেন- শরিফুল ইসলাম, শহীদুল ইসলাম, মুকিদুল ইসলাম মুগ্ধ। ২১ সদস্যের এই প্রাথমিক দলেই নেই মাহমুদউল্লাহ রিয়াদ।

প্রাথমিক দল-

মুমিনুল হক, লিটন দাশ, মোহাম্মদ মিঠুন, মুশফিকুর রহিম, তামিম ইকবাল, সাদমান ইসলাম, আবু জায়েদ রাহি, তাইজুল ইসলাম, নাজমুল হোসেন শান্ত, মেহেদী হাসান মিরাজ, নাঈম হাসান, তাসকিন আহমেদ, এবাদত হোসেন, মোহাম্মদ সাইফ হাসান, ইয়াসির আলী, শরিফুল ইসলাম, খালেদ আহমেদ, মুকিদুল ইসলাম মুগ্ধ, শুভাগত হোম, শহীদুল ইসলাম, নুরুল হক সোহান।


এইচকেআর
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন