কুয়াকাটায় বেইজলাইন ডাটা যাচাইকরণ কর্মশালা
পটুয়াখালীর কুয়াকাটায় কারিতাস বরিশাল অঞ্চলের আয়োজনে সিআরএস'র সহযোগিতায় প্রাইস্ প্রকল্পের বেইজলাইন ডাটা ডেলিগেশন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার সকাল ১০টায় কুয়াকাটার একটি হোটেলের হলরুমে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
কারিতাস ডিআরআর প্রকল্পের আঞ্চলিক পরিচালক ফ্রান্সিস বেপারীর সভাপতিত্বে কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সিপিপির উপ-পরিচালক শাহাবুদ্দিন, উপজেলা বাস্তবায়ন কর্মকর্তা খোকন চন্দ্র দাস।
এছাড়া, কৃষিবিদ আকরামুজ্জামান, উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা মো. মাসুদসহ প্রাইস্ প্রকল্পের বিভিন্ন স্তরের কর্মকর্তা কর্মচারী বৃন্দ উপস্থিত ছিলেন। সঞ্চালনা করেন কারিতাস ডিআরআর প্রকল্পের কেন্দ্রীয় টেকনিক্যাল অ্যাডভাইজার নাসির উদ্দিন।
বক্তারা বেইজলাইন সার্ভের মাধ্যমে প্রাপ্তি ডাটা উপস্থাপন ও উপস্থিত সরকারি বেসরকারি অংশীজনের মতামত গ্রহণপূর্বক বেইজ লাইনের তথ্য উপাত্তের বিষয় আলোচনারও মাধ্যমে ঐক্য পোষণ করেন।
এছাড়া প্রজেক্টটর'র মাধ্যমে প্রায় ২ ঘন্টাব্যাপী উপকূলীয় অঞ্চলের মানুষের জীবন যাত্রার মান উন্নয়ন নিয়ে কর্মশালায় আলোচনা করা হয়। কর্মশালাটি ২৪ অক্টোবর পর্যন্ত চলমান থাকবে।
এইচকেআর