কে জিতছেন মার্কিন নির্বাচনে, জানা যাবে কখন?
কৌতুহল ছিল আগে থেকেই, তবে যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট নির্বাচনের ভোট শুরু হতেই ফের প্রশ্ন উঠছে- কখন জানা যাবে নতুন মার্কিন প্রেসিডেন্টের নাম? সত্যি বলতে, এ বিষয়ে এখনই সুনির্দিষ্ট করে কিছু বলা কঠিন।
ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, এক এক রাজ্যে এক এক সময় ভোটগ্রহণ বন্ধ হবে। কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় রাত ১১টা নাগাদ সব রাজ্যই ভোটগ্রহণ বন্ধ করে দেবে।
এক্ষেত্রে হাওয়াই এবং আলাস্কা কিছুটা ব্যতিক্রম। কারণ, সেখানে অন্য রাজ্যের আরও পরে শেষ হবে ভোটগ্রহণ। প্রথাগতভাবে, ক্যালিফোর্নিয়ায় স্থানীয় সময় রাত ১১টায় ভোট শেষ হওয়ার পরপরই সামগ্রিকভাবে স্পষ্ট হয়ে যায় যে, কে জিতছেন।
তবে কিছু পর্যবেক্ষক বলছেন, এই বছর দ্রুতই ফল জানা যেতে পারে। আবার কারও দাবি, বিজয়ীর নাম জানতে কয়েক ঘণ্টার পরিবর্তে কয়েক দিনও লাগতে পারে।
বিবিসি বলছে, ভোট নিয়ে আগাম জরিপের ফলও বিভ্রান্তিকর হতে পারে। কারণ, একজন প্রার্থী প্রথমদিকে ব্যক্তি ভোটে এগিয়ে গেলেও, পরে পোস্টাল ভোট এবং অন্যান্য ব্যালট যোগ করা হলে অনেকসময় দেখা যায়, তাকে ছাড়িয়ে গেছেন অন্য প্রার্থী।
২০২০ সালের নির্বাচনে মিশিগানে এমন ঘটনা ঘটেছিল। ট্রাম্প ব্যক্তিগত ভোটের মাধ্যমে প্রাথমিকভাবে এগিয়ে গিয়েছিলেন, তবে পরে তাকে ছাড়িয়ে যান বাইডেন।
সংশ্লিষ্টদের মতে, এটি মূলত কিছুটা অপেক্ষার খেলা। অর্থাৎ, বিজয়ী প্রার্থীর নাম জানতে অপেক্ষা করতে হতে পারে পূর্ণাঙ্গ ফলাফল ঘোষণার আগ মুহূর্ত পর্যন্ত।
উল্লেখ্য, যুক্তরাষ্ট্রের অন্তত ১০টি অঙ্গরাজ্যে শুরু হয়েছে ভোটগ্রহণ। এর মধ্যদিয়ে পুরোদমে বইতে শুরু করেছে নির্বাচনী হাওয়া।
সংবাদমাধ্যম আলজাজিরা জানিয়েছে, কানেকটিকাট, ইন্ডিয়ানা, কেনটাকি, মেইন, নিউ জার্সি, নিউইয়র্ক এবং ভার্জিনিয়ায় ভোটকেন্দ্র খুলে দেয়া হয়েছে।
এর আগে, স্থানীয় সময় মঙ্গলবার (৫ নভেম্বর) ভোর ৫টার দিকে যুক্তরাষ্ট্রের পূর্ব উপকূলের ভার্মন্ট এবং নিউ হ্যাম্পশায়ারে ভোট শুরু হয়।
সূত্র: বিবিসি, আল জাজিরা
এইচকেআর