পটুয়াখালীতে বিদেশি পিস্তলসহ বিএনপি নেতা আটক
পটুয়াখালীর মির্জাগঞ্জে যৌথ বাহিনীর অভিযানে পিস্তল, গুলি ও ম্যাগাজিনসহ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. জাহাঙ্গীর ফরাজীকে (৪৮) আটক করা হয়েছে।
বৃহস্পতিবার (৭ নভেম্বর) সকালে উপজেলার সুবিদখালি তিন রাস্তার মোড় সংলগ্ন এলাকায় তার নিজ বাসভবন থেকে তাকে আটক করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন মির্জাগঞ্জ আর্মি ক্যাম্পের কমান্ডার ক্যাপ্টেন রিমন রাফিন নিশাত।
আটককৃত জাহাঙ্গীর আলম ফরাজী উত্তর সুবিদখালী গ্রামের বাসিন্দা মোতালেব ফরাজির ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার সকালে বাংলাদেশ সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে জাহাঙ্গীর ফরাজীর বাড়িতে অভিযান চালিয়ে একটি অত্যাধুনিক ৭.৬৫ এমএম পিস্তল, একটি ম্যাগাজিন এবং দুই রাউন্ড গুলিসহ জাহাঙ্গীর ফরাজীকে আটক করে মির্জাগঞ্জ থানায় হস্তান্তর করা হয়।
অভিযান পরিচালনাকারী সেনা কর্মকর্তা ক্যাপ্টেন রিমান রাফিন নিশাত বলেন, দেশের নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে অবৈধ অস্ত্রের বিরুদ্ধে সেনাবাহিনী দেশব্যাপী যে অভিযান পরিচালনা করছে, তারই ধারাবাহিকতায় এই অভিযান। ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
তিনি আরও বলেন, সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এই অভিযান পরিচালিত হয়েছে। উদ্ধারকৃত অস্ত্র-গুলি কীভাবে ব্যবহার করতে চেয়েছিলেন, তা খতিয়ে দেখা হচ্ছে। অভিযুক্তের বিরুদ্ধে প্রচলিত আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
মির্জাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামীম হাওলাদার বলেন, আটককৃত জাহাঙ্গীর ফরাজীর বর্তমানে থানা হেফাজতে আছেন। তার বিরুদ্ধে একটি অস্ত্র মামলা দায়ের করা হচ্ছে।
এইচকেআর