ঢাকা মঙ্গলবার, ১০ ডিসেম্বর ২০২৪

Motobad news

রেকর্ড গড়ে আইরিশদের হারাল বাংলাদেশের মেয়েরা

রেকর্ড গড়ে আইরিশদের হারাল বাংলাদেশের মেয়েরা
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

ম্যাচ শেষ হতেই মারুফা হাত নাড়িয়ে জানালেন উচ্ছ্বাস। সেটি তার জানানোরই কথা। শুরুতে রেকর্ড রান করার পর এসেছে রেকর্ড ব্যবধানের জয়ও। শারমিন আক্তার সুপ্তা-ফারজানা হকদের সংগ্রহকে ভালোভাবেই ডিফেন্ড করেছেন মারুফা-সুলতানা খাতুনরা।  

বুধবার মিরপুরে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথমটিতে আয়ারল্যান্ড নারী দলকে ১৫৪ রানে হারিয়েছে বাংলাদেশ নারী দল। রানের ব্যবধানে এটিই বাংলাদেশের সবচেয়ে বড় জয়। গত বছর দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ১১৯ রানের জয় এতদিন ছিল সর্বোচ্চ। টস জিতে ব্যাট করতে নেমে ৪ উইকেট হারিয়ে ২৫২ রান করে স্বাগতিকরা। ওই রান তাড়া করতে নেমে স্রেফ ৯৮ রানে অলআউট হয়েছে আয়ারল্যান্ড।  

টস জিতে শুরুতে ব্যাটিং বেছে নেয় বাংলাদেশ। উদ্বোধনী জুটিতে ধীর শুরু করেন ফারজানা হক ও মুর্শিদা খাতুন। পাওয়ার প্লের ১০ ওভারে ২৭ রান তোলেন তারা। এই জুটি ভাঙেন ১৯তম ওভারে গিয়ে।  

লরা ডেলেনির বলে ক্যাচ দিয়ে আউট হয়ে যান মুর্শিদা খাতুন। ৬১ বলে ৫ চারে ৩৮ রান করে আউট হন তিনি। আরেক ওপেনার ফারজানা হক আউট হন এইমি মেগোয়েরের বলে। এলবিডব্লিউ হওয়ার আগে ১১০ বলে ৬১ রান করে আউট হয়ে যান তিনি।  

তিনে খেলতে আসা শারমিন আক্তার সুপ্তা দুর্দান্ত খেলতে থাকেন। মুর্শিদার পর তিনি জুটি গড়েন অধিনায়ক নিগার সুলতানা জ্যোতির সঙ্গে। এই জুটিতে বলের সঙ্গে পাল্লা দিয়েই রান আসে। ৬৪ বলে ৬১ রান করেন তারা।  

৪৭তম ওভারে গিয়ে জ্যোতি আউট হন ২৮ বলে ২৮ রান করে। তার বিদায়ের পর আশা ছিল শারমিন আক্তার সুপ্তার সেঞ্চুরি নিয়ে। দ্বিতীয় নারী ক্রিকেটার হিসেবে ওয়ানডেতে সেঞ্চুরি হাঁকানোর সুযোগ ছিল তার সামনে।

কিন্তু তাকে ফিরতে হয়েছে তার আগেই। ১৪ চারের ইনিংসে ৮৯ বলে ৯৬ রান করে সুপ্তা ফ্রেয়া সারগান্টের বলে মিড অফে ক্যাচ দেন আরলেনে কেলির হাতে। তবে বাংলাদেশ শেষ অবধি করেছে রেকর্ড রান। ৪ উইকেট হারিয়ে ২৫২ রান করে তারা ওয়ানডেতে এটিই বাংলাদেশের মেয়েদের সর্বোচ্চ রান। ২০২৩ সালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ৩ উইকেট হারিয়ে ২৫০ রান ছিল এতদিন সর্বোচ্চ।

রান তাড়ায় নামা আয়ারল্যান্ডকে প্রথম ধাক্কা দেন মারুফা আক্তার। টানা দুই বলে তিনি ফেরান দুজনকে। তৃতীয় ওভারে এসে প্রথমে গ্যাবি লুইসকে এলবিডব্লিউয়ের ফাঁদে ফেলেন। এরপর এমি হান্টার ক্যাচ দেন উইকেটের পেছনে।  

শুরুর এই চাপ আর কখনোই সেভাবে সামলে উঠতে পারেনি আয়ারল্যান্ড। বাংলাদেশের স্পিনাররা আসতে আরও ভেঙে পড়ে তাদের ব্যাটিং। সর্বোচ্চ ৩৮ রানের জুটি হয় ওরলা প্রেন্ডাগাস্ট ও সারাহ ফোরবাসের মধ্যে। এই জুটি ভাঙেন নাহিদা আক্তার, তার বলে রাবেয়া খানের হাতে ক্যাচ দেন ৩৪ বলে ১৯ রান করা ওরলা।  

দলের পক্ষে সর্বোচ্চ ৫১ বলে ২৫ রান করা সারাহ ফেরেন রান আউট হয়ে। এছাড়া ৩৮ বলে ২২ রান আসে লরা ডেলেনির ব্যাট থেকে। বাংলাদেশের পক্ষে তিন উইকেট করে নেন সুলতানা খাতুন ও নাহিদা আক্তার, দুই উইকেট পান মারুফা। নিশ্চিত হয় বাংলাদেশের রেকর্ড জয়।  


এইচকেআর
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন