টুঙ্গিবাড়ীয়ায় শীতবস্ত্র বিতরণ করলেন আবু নাসের মুহাম্মদ রহমতুল্লাহ
বরিশাল সদর উপজেলার টুঙ্গিবাড়ীয়া ইউনিয়নে মাদ্রাসার ছাত্র ছাত্রী ও প্রান্তিক জনগোষ্ঠীর মাঝে কম্বল ও রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফার লিফলেট বিতরণ করা হয়েছে।
বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে গতকাল রোববার বিকেলে টুঙ্গিবাড়ীয়া ইউনিয়নের শহীদ জিয়াউর রহমান কলেজ মাঠে এবং দারুল উলুম কওমি মাদ্রাসার মাঠ প্রাঙ্গণে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কম্বল বিতরণ করেন বিএনপির নির্বাহী কমিটির সদস্য আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহ।
এসময় স্থানীয় গণমান্য ব্যক্তিবর্গসহ দলীয় নেতাকর্মিরা উপস্থিত ছিলেন। পরে জনসাধারণের মাঝে বিএনপির দেওয়া ৩১ দফা আন্দোলনের লিফলেট বিতরণ করেন আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহ।
এইচকেআর