এক ওভারে ৪ উইকেট মোহাম্মদ আলীর, এমন কিছু আগে দেখেনি বিপিএল


এলেন, দেখলেন, জয় করলেন!
পুরোনো কথাটাই বলতে হলো মোহাম্মদ আলীকে নিয়ে। পাকিস্তানি পেসার বিপিএল অভিষেকেই যে ইতিহাস গড়লেন। প্রথম বোলার হিসেবে বিপিএলে এক ওভারে ৪ উইকেট নেওয়ার কীর্তি গড়লেন ফরচুন বরিশালের হয়ে খেলা আলী।
মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে আজ প্রথম কোয়ালিফায়ারে চিটাগং কিংসের বিপক্ষে ৫ উইকেট নিয়েছেন আলী। ৫ উইকেটের ৪টিই পাকিস্তানি পেসার নিয়েছেন চিটাগংয়ের ১৯তম ওভারে। আর তাতেই বিরল কীর্তিতে নাম লেখালেন পাকিস্তানের হয়ে চারটি টেস্ট খেলা আলী।
নিজের দ্বিতীয় ও দলের চতুর্থ ওভারে মোহাম্মদ মিঠুনকে ফিরিয়ে প্রথম উইকেট নেওয়া আলী প্রথম ৩ ওভারে দিয়েছিলেন ২২ রান। ১৯তম ওভারে আক্রমণে ফিরে প্রথম বলে খালেদ আহমেদকে বোল্ড করেন। তৃতীয় বলে ৭৯ রান করা শামীম হোসেনকে ইবাদতের ক্যাচ বানান। পঞ্চম বলে দারুণ এক ফিরতি ক্যাচ নিয়ে আরাফাত সানিকে ফেরানোর পরের বলেই আলিস আল ইসলামকে বোল্ড করে ওভারে চতুর্থ ও ম্যাচে পঞ্চম উইকেট পেয়ে যান আলী।
ওই ওভারে দুটি সিঙ্গেল দেওয়া ৩২ বছর বয়সী এই বোলার ৪ ওভারে ২৪ রানে ৫ উইকেট। ৩১ ম্যাচের স্বীকৃত টি-টোয়েন্টি ক্যারিয়ারে এই প্রথম ৫ উইকেট পেলেন আলী। ৯ উইকেটে ১৪৯ রানে থেমেছে চিটাগং কিংসের ইনিংস।
মোহাম্মদ আলীর আগে স্বীকৃত টি-টোয়েন্টিতে এক ওভারে ৪ উইকেট নিয়েছেন ১৩ জন বোলার।
এইচকেআর
