নিষিদ্ধ ছাত্রলীগের বিচার চেয়ে বরিশালে ছাত্রদলের স্মারকলিপি


ছাত্রদলের কেন্দ্রীয় কর্মসূচি ‘মার্চ ফর জাস্টিস’ এবং শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান বরাবর স্মারকলিপি প্রদান কর্মসূচির বাস্তবায়নে সারা দেশের মতো বরিশালেও বিক্ষোভ মিছিল ও স্মারকলিপি দিয়েছে বরিশাল বিএম কলেজ শাখা ছাত্রদল।
বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১২টার দিকে বিএম কলেজ অধ্যক্ষ অধ্যাপক ড. শেখ মো: তাজুল ইসলামের হাতে স্মারকলিপি তুলে দেন মহানগর ও কলেজ শাখার ছাত্রদলের নেতাকর্মীরা। স্মারকলিপি দেওয়ার আগে কলেজের শহীদ মিনারে একটি সংক্ষিপ্ত সমাবেশ করেন তারা।
সেখানে মহানগর ছাত্রদলের সাধারণ সম্পাদক হুমায়ুন কবির বলেন, জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের বেশ কয়েকমাস অতিবাহিত হলেও বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার এখনও পর্যন্ত খুনি সংগঠন ছাত্রলীগের কোনো শীর্ষ সন্ত্রাসীকে গ্রেফতার করতে সক্ষম হয়নি।
তিনি আরও বলেন, ছাত্রলীগের যে কজন সন্ত্রাসী এখনও পর্যন্ত গ্রেফতার হয়েছে, তাদের ছাত্র-জনতাই ধরে পুলিশে সোপর্দ করেছে। কিন্তু অত্যন্ত দুঃখের সঙ্গে বলতে হচ্ছে, এখনও অন্তর্বর্তী সরকার ছাত্রলীগের সন্ত্রাসীদের ধরার জন্য কোনো সাঁড়াশি অভিযান বা শক্ত পদক্ষেপ নেয়নি।
শুধু তাই নয়, খুনি শেখ হাসিনা ভারতে বসে বাংলাদেশের মানুষকে দোষারোপ করছে এবং জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের জন্য কোনো রকম অনুশোচনা প্রকাশ করেনি বরং বাংলাদেশের মানুষকে দেখে নেওয়ার হুমকি দিয়েছেন। 
বিএম কলেজের শিক্ষার্থীদের স্বার্থ ভুলুণ্ঠিত হয়, এমন রাজনীতি বিএম কলেজ ছাত্রদল কখনো করবে না। ছাত্রদল প্রতিটি অপরাধমূলক কাজের প্রতিবাদ চালিয়ে যাবে। স্মারকলিপি প্রদানের সময় ছিলেন বিএম কলেজ ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক বাবরসহ বিএম কলেজের ছাত্রদলের নেতাকর্মীরা।
এইচকেআর

 
                 
                                 
                                             
                                 
                                 
                                 
                                 
                                 
                                 
                                 
                                 
                                 
                                 
                                     
                                     
                                    