বাউফলে পোলট্রি খামারে বিষ প্রয়োগে ৪ হাজার মুরগি হত্যার অভিযোগ


পটুয়াখালীর বাউফলে একটি পোল্ট্রি খামারে বিষ প্রয়োগের মাধ্যমে চার হাজার মুরগি হত্যার অভিযোগ উঠেছে। শুক্রবার (৭ মার্চ) সকালে উপজেলার বগা ইউনিয়নের চাবুয়া গ্রামের চান মিয়ার মালিকানাধীন ‘জিহাদ পোল্ট্রি খামারে’ এ ঘটনা ঘটে।
উপজেলা প্রাণিসম্পদ অধিদপ্তর সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার গভীর রাতে বিষ জাতীয় কোনো পদার্থ অতিরিক্ত মাত্রায় ছিটিয়ে দেওয়ার কারণেই মুরগিগুলো মারা গেছে বলে ধারণা করা হচ্ছে। এ ছাড়া, খামারে যে মুরগিগুলো এখনো জীবিত রয়েছে সেগুলোও অসুস্থ ও ঝিমিয়ে পড়েছে।
খামার মালিক চান মিয়া জানান, ২০০৭ সালে তিনি খামারটি প্রতিষ্ঠা করেন এবং পরবর্তীতে বিভিন্ন বেসরকারি প্রতিষ্ঠান থেকে ঋণ নিয়ে এটি সম্প্রসারণ করেন। তিনি দীর্ঘদিন ধরে শান্তিপূর্ণভাবে ব্যবসা করলেও সম্প্রতি তার ভাই আমির মাস্টার ও ভাতিজা বরকত দাবি করেন, খামারের জায়গায় তাদেরও অংশীদারিত্ব রয়েছে এবং চান মিয়াকে খামার সরিয়ে নিতে চাপ দেওয়া হয়। এ নিয়ে কয়েকবার হুমকি-ধমকিও পেয়েছেন তিনি।
চান মিয়ার অভিযোগ, দীর্ঘদিনের বিরোধের জেরে তার ভাই আমির ও ভাতিজা বরকত রাতের আঁধারে খামারে বিষ প্রয়োগ করেছেন। তিনি জানান, এর আগেও এ বিষয়ে থানায় অভিযোগ করেছিলেন। এবার মামলার প্রস্তুতি নিচ্ছেন।
এ বিষয়ে জানতে চাইলে আমির মাস্টার কথা বলতে রাজি হননি। তবে তিনি বিষ প্রয়োগের অভিযোগ অস্বীকার করেছেন।
বাউফল থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মো. কামাল হোসেন বলেন, এখন পর্যন্ত কেউ থানায় কোনো লিখিত অভিযোগ করেনি। অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
এইচকেআর
